চাকরি নিশ্চিত করেই বাংলাদেশ থেকে কর্মী নেবে আরব আমিরাত

জুমবাংলা ডেস্ক : চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করেই বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আবদুল্লাহ আলি আবদুল্লাহ খাসাইফ আল হামুদি।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন রাষ্ট্রদূত।

সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূত আল হামুদির বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কর্মসংস্থান নিশ্চিত করেই বাংলাদেশ থেকে কর্মী নেয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রদূত।

প্রেস সচিব আরও জানান, ‘অবৈধ ইমিগ্রেশনের বিষয়েও সতর্ক থাকা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে শিগগির সংযুক্ত আমিরাতের কয়েকজন মন্ত্রী সফরে আসবেন বলেও প্রধানমন্ত্রীকে জানান রাষ্টদূত।’