আরব সাগরের ধারে এটা কি করে বসলেন মনামী

মনামী

বিনোদন ডেস্ক : আবারো আরব সাগরের ধারে বেড়াতে গেলেন মনামী ঘোষ। একটু ছুটিছাটা পেলেই ওমনি তিনি একেবারে পাখির মতন উড়ে বেড়ান। তার চেহারাটাও কিন্তু ভীষণ সুন্দর স্লিম চেহারায় সমুদ্র সৈকতের মধ্যে বিকিনি পরে তিনি যে উষ্ণতা ছড়ান, তা কিন্তু বলার অপেক্ষায় রাখে না। অসাধারণ সুন্দর চেহারা দেখে প্রত্যেকেই কিন্তু অবাক হন।

মনামী

তবে অনেকেই আবার ভুরু কুঁচকান কিন্তু সে সবে খুব একটা পাত্তা দেন না, সাহসী এই অভিনেত্রী তার অসাধারণ সুন্দর মাখো মাখো ত্বক কত কিছুই না বলে দিয়ে যায়, কত পুরুষ মন ঘায়েল করার জন্য যথেষ্ট। তাকে দেখে মনে হয়, একেবারে ডানা কাটা পরী যেন স্বর্গ থেকে নেমে এসেছে।

সম্প্রতি তিনি আবারো আরব সাগরের তীরে একটি হোটেলে বসে ফটো শুট করেছেন, পরনে কালো পোশাক কিন্তু আরব সাগরের ওপরে সেই সমুদ্রের ওপর থেকে সূর্যের আলো আসছে মনামীর গায়ের উপর তাতে যেন তার শারীরিক আভা আরও বেশি বেড়ে গেছে। এমন ছবি দেখে সত্যিই সবাই কিন্তু বেশ অবাক হয়ে গেছেন। এত সুন্দর মিষ্টি একটা মেয়ে যেন ঘরের মেয়ের মত তাকে অভিনেত্রী বলে মাঝে মধ্যে মনেই হয় না। এমন পুতুল পুতুল চেহারায় তিনি হাসি মুখে ছবি দেন, যেন বাড়িরই কোন মেয়ে বেড়াতে গিয়ে ছবি পোস্ট করেছেন।

তার সামনে রাখা আছে চা এর ট্রে অর্থাৎ সকাল সকাল সূর্যোদয় দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত মনামী। তবে আপাতত এর মধ্যেই আছে তিনি নানাভাবে পোস্ট দিতে ব্যস্ত তার অসাধারণ সুন্দর ত্বকের উপরে যখন সূর্যের আলো পড়েছে। এর আগেও মনামীকে আমরা স্বল্প পোশাকেই অনেকবার দেখেছি তাকে। নানাভাবে সমালোচনাও করা হয়েছে, কিন্তু এই সমস্ত কথাকে খুব একটা পাত্তাই দেন না অভিনেত্রী, নিজের মতন করে ঘুরে বেড়ান।

এই তারকদের পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবেও, তবে মেলেনি একসাথে থাকার সুখ

২ রা মে ছবিটি তিনি পোস্ট করেছেন আর তারপরেই হু হু করে লাইক দেওয়া শুরু হয়েছে। অনেকে কমেন্ট করে কমেন্ট বক্সে প্রশংসা করেছেন।