বিনোদন ডেস্ক : ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন জান্নাতুল নাঈম এভ্রিল। এ প্রতিযোগিতায় বিয়ের তথ্য গোপনের অভিযোগে বিজয়ীর মুকুট হারান তিনি। তারপর নানা সময় নানা বিষয়ে বিতর্কের জন্ম দেন এই অভিনেত্রী।
‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের মানুষের নজর কাড়েন এভ্রিল। কিন্তু শোবিজ অঙ্গনে তার পথচলা মোটেও সহজ ছিল না। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ‘মিস্টার অ্যান্ড মিস হ্যামার স্ট্রেংথ’। এতে অংশ নিয়ে বিজয়ী হতে না পারলেও সেরা চারের তালিকায় জায়গা পান।
এরপর ফ্যাশন, সৌন্দর্য, মডেলিং বিষয়টাকে সিরিয়াসলি গ্রহণ করেন এভ্রিল। নিজেকে নতুন করে প্রস্তুত করেন। তারপরই মূলত, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার মুকুট জয় করলেও বিয়ের তথ্য গোপন করায় তুমুল বিতর্কের মুখে পড়েন এভ্রিল। তবে সব সামলে মডেলিং এবং অভিনয়ে সরব হন। কিন্তু কখনো সাহসী পোশাকে ফটোশুট, আবার কখনো ধূমপান করে বিতর্কের জন্ম দেন তিনি। এসব বিষয় নিয়ে তুমুল সমালোচিত হয়েছেন। তবে বিতর্ক, সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকতে দেখা গেছে এই অভিনেত্রীকে।
এক সাক্ষাৎকারে জান্নাতুল নাঈম এভ্রিল বলেছিলেন— ‘আমি সব সময় সাহসী এবং আত্মবিশ্বাসী। যখন যে কাজই করি না কেন নিজের উপর শতভাগ আত্মবিশ্বাস নিয়েই সেই কাজের জন্য নিজেকে তৈরি করি।’
হাইস্পিড বাইকার হিসেবেও এভ্রিলের সুখ্যাতি রয়েছে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই চট্টগ্রামে ‘লেডি বাইকার’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। ১৪ বছর বয়সে চাচার কাছ থেকে বাইক চালানো শিখেন। পরে বাইক চালানোয় অভিজ্ঞ হয়ে ওঠেন। ১৫০-২৫০ সি. সি’র দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেল চালাতেও অভ্যস্ত। নারী বাইকারদের কাছে অনুকরণীয় তিনি।
অভিনয়ে এভ্রিল পুরোপুরি অনুপস্থিত। ২০২১ সালে ‘আঙুল’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যায় তাকে। ইভান মনোয়ার পরিচালিত এ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। তার আগে কিছু নাটকে দেখা গেছে এই অভিনেত্রীকে।
আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে এমএক্স প্লেয়ারের এই ওয়েব সিরিজ
সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব ছিলেন এভ্রিল। ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক— দুই মাধ্যমেই তাকে নিয়মিত পাওয়া যেত। এখন নিজের ছবি মাঝে মধ্যে শেয়ার করলেও ঠিক আগের মতো সরব নন তিনি। কিন্তু কোথায় হারালেন এভ্রিল। এ বিষয়ে কথা বলতে রাইজিংবিডির পক্ষ থেকে এভ্রিলের মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।