আম্রপালির তৃষ্ণা মেটালেন নিরহুয়া, ভিডিও দেখে হুঁশ উড়ল ভক্তদের

আম্রপালি

বিনোদন ডেস্ক : সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে।

আম্রপালি

এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘বাতাবা গোরি কাবালে রাজাই সে টাকি’ এই গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে ঘরের মধ্যেই মধ্যরাত পর্যন্ত রোমান্স করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। জনপ্রিয় ভোজপুরি ছবি ‘রাজা বাবু’র গানের দৃশ্য এটি। এই ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা মিলেছে তাদের।

তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।

Amarpali & Dinesh Lal Yadav - बतावs गोरी कबले कभर लगाके ताकी - Bhojpuri Songs

‘ওয়েব মিউজিক’ নামক জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল থেকে এই অনস্ক্রিন তারকা জুটির এই ভিডিওটি ৬ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে পুনরায় এই ভোজপুরি গানের ভিডিওটি ভাইরাল হয়েছে। ১৭ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি।

বাড়ির ছাদে দুর্দান্ত ড্যান্স দিলো সুন্দরী বৌদি, ভাইরাল ভিডিও

উল্লেখ্য, ছবিতে কল্পনা ও ছোটে বাবা গেয়েছেন গানটি। আপাতত এই ৬ বছর আগেকার জনপ্রিয় ভোজপুরি উল্লেখ্য গানের ভিডিওর সূত্র ধরেই পুনরায় চর্চার আলোয় নীরাহুয়া ও আম্রপালি। রাইল সেই ভিডিও, দেখে নিন।