আম্রপালিকে পাহাড়ে নিয়ে উদ্দাম রোমান্সে মাতলেন নিরহুয়া, ভাইরাল ভিডিও

আম্রপালি ও নিরহুয়া

বিনোদন ডেস্ক : সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা।

আম্রপালি ও নিরহুয়া

ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখের কথা বলছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘দই কে নাউ মাহিনা রাজু’ গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে রোমান্টিক হয়েছিলেন অভিনেত্রী। পাহাড়ের কোলে সবুজের মাঝেই একে অপরের সাথে নেচেছিলেন তিনি।

আর তাদের সেই দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।

‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস্ ভোজপুরি’ নামক ইউটিউব চ্যানেল থেকে ৫ বছর আগে এই ভোজপুরী তারকা জুটির ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে এটি ২৬ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন।

FULL SONG | Dhoyi Ke Nau Mahina Rajau | DINESH LAL YADAV ,AAMRAPALI DUBEY | BHOJPURI SONG

ভিডিওতে এই তারকা জুটিকে ‘দই কে নাউ মাহিনা রাজু’ এই জনপ্রিয় ভোজপুরি গানের সাথে নাচতে দেখা গিয়েছে। এই গানের ভিডিওতে মানানসই পোশাকে দেখা মিলেছে তাদের। ভিডিওর মাধ্যমে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে একাধিকবার রোমান্টিক হতে দেখা গিয়েছে।

এর আগেও একাধিক ছবিতে একসাথে কাজ করেছেন তারা। এই প্রথম তাদের ঘনিষ্ঠ দৃশ্যে তাদের দেখা গেল না, এর আগেও বহুবার এমন দৃশ্যে দেখা গিয়েছে তাদের। উল্লেখ্য, এই গানের কথা দিয়েছিলেন শ্যাম দেহাতি। সুর দিয়েছিলেন রাজেশ রাজনীশ।

ড্রেসিং করা সোনালি মুরগি ৬৯৫, গরুর মাংস ৭৪০ টাকা কেজি

কল্পনা ও দীনেশ লাল যাদবের কণ্ঠে শোনা গিয়েছিল এই গানটি। উল্লেখ্য গানটি ‘মোকাম ০ কিমি’এর গান। ৫ বছর পার হলেও এখনও এই গানের জনপ্রিয়তা এতটুকু কমেনি ভোজপুরি দর্শকদের মাঝে।