আন্তর্জাতিক ডেস্ক : তেহরানে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের সময় কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর প্রতিশোধ নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান? আস্তানা ফরম্যাট নামের ওই সম্মেলনের একটি ভিডিও ঘিরে এমন প্রশ্ন সামাজিক মাধ্যমে বেশ ঝড় তুলেছে। ভিডিওটি এখন প্রায় ভাইরাল হয়ে গেছে।
উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভ্যাস রয়েছে বিশ্ব নেতাদের অপেক্ষায় রাখার। এমনকি এরদোগানও অপেক্ষায় গ্যাড়াকলে পড়েছিলেন। এবার সেই ফাঁদেই পুতিনকে ফেলেছেন এরদোগান?
ভিডিওতে দেখা যায়, তেহরানে পূর্ব নির্ধারিত বৈঠকে এরদোগান প্রায় ৫০ সেকেন্ড পুতিনকে অপেক্ষায় রাখেন। এ সময় পুতিনকে বেশ নার্ভাস হয়ে পড়তে দেখা যায়। তবে এরদোগান কক্ষে প্রবেশ করলে অপেক্ষার অবসান হয়।
— Christo Grozev (@christogrozev) July 19, 2022
ভিডিওটি প্রকাশ করেছে তুর্কি প্রেসিডেন্টের দফতর। এতে দেখা যায়, পুতিন কক্ষে প্রবেশ করে দেখতে পান যে সেটি ফাঁকা। তিনি তখন তার চেয়ার এবং দুটি জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে থাকেন। তার হাত দুটি তখন মুষ্টিবদ্ধ হয়ে যায়, চেহারায় আক্ষেপ দেখা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।