বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতীয় বাজারে অন্যতম জনপ্রিয় স্কুটার নির্মাণকারী সংস্থা হল ‘হণ্ডা’। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে তারা নিত্যদিন নানান ধরনের স্কুটার নিয়ে আসে। তাদের সর্বশেষ লঞ্চ হওয়া স্কুটারটি হলো ‘Activa 6G’। যেটি মূলত ২০২৩ সালের জানুয়ারী মাসে লঞ্চ হয়েছিল।
জানা গিয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাসে তাদের নতুন স্কুটার ‘Activa 7G’ লঞ্চ হবে। যদিও অফিসিয়ালি এই বিষয়ে কিছু জানা যায়নি তবে আজ আমরা আনুমানিক ফিচার্স এবং লঞ্চ ডেট সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে। যদি আমরা লঞ্চের তারিখ দেখি তাহলে সেটি ২০২৪ সালের এপ্রিল মাসে লঞ্চ হতে চলেছে।
যেহেতু কোনো যানবাহন লঞ্চ হওয়ার আগে একাধিক বিষয় মাথায় রাখতে হয়। সেই দিক দিয়ে এই তারিখের পরিবর্তন হতে পারে। তবে হণ্ডা যেহেতু বিভিন্ন উৎসবের মরশুম দেখে নতুন যানবাহন লঞ্চ করে, তাই মনে করা হচ্ছে এপ্রিল মাসেই এটি আসতে পারে।
দাম: স্কুটারের আনুমানিক দাম ৭৯,০০০ থেকে ৯০,০০০ টাকা। তবে এই দামের পরিবর্তন হতে পারে।
ফিচার্স: এতে থাকবে ১০৯.৫১ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। যা ৮০০০ আরপিএমে ৭.৭৩ বিএইচপি শক্তি এবং ৫২৫০ আরপিএমে ৮.৭৯ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।
থাকবে সিভিটি গিয়ারবক্স। সামনের চাকায় থাকবে ডিস্ক ব্রেক। যা সুরক্ষার দিকটিকে আরও উন্নত করবে। যদি আমরা অন্যান্য ফিচার দেখি তাহলে থাকবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার এবং স্মার্টফোন কানেক্টিভিটি। এছাড়াও গ্রাহকেরা ব্লুটুথ কানেকশন পেয়ে যাবেন এই স্কুটারে।
মাইলেজ: এই স্কুটারে ৫.৩ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকবে। ফুল ট্যাঙ্ক থাকলে এটি ২৫০ কিলোমিটার রেঞ্জ দেবে। যার অর্থ এই স্কুটারের মাইলেজ ৪৫-৫০ কিলোমিটার/লিটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।