স্মার্টফোনই ফটোগ্রাফি জগতের ভবিষ্যৎ

স্মার্টফোনই ফটোগ্রাফি জগতের ভবিষ্যৎ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি বাংলাদেশে চার বছরের যাত্রা পূর্ণ করেছে বহুজাতিক স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিভো। এ যাত্রায় ব্র্যান্ড ম্যানেজার হিসেবে নেতৃত্ব দিয়েছেন তানজীব আহমেদ। চার বছরে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ভিভোর উদ্ভাবন, কার্ল জেইসের সঙ্গে চুক্তিসহ প্রতিষ্ঠানটির অর্জন, ভবিষ্যৎ ভাবনা ও পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।

স্মার্টফোনই ফটোগ্রাফি জগতের ভবিষ্যৎ

স্মার্টফোন ফটোগ্রাফিতে ভিভো কী ধরনের অবদান রেখেছে?

বাংলাদেশে স্মার্টফোন ফটোগ্রাফিকে সবসময়ই উৎসাহিত করেছে ভিভো। প্রতিষ্ঠানটির বিশ্বাস, ফটোগ্রাফির দুনিয়া ধীরে ধীরে স্মার্টফোনের দিকেই এগোচ্ছে। স্মার্টফোন ক্যামেরায় হার্ডওয়্যারের তিনটি উপাদান ও অপটিক্যাল ডিজাইনের সমন্বয়ে ফটোগ্রাফি পারফরম্যান্সের একটি পরীক্ষা করা হয়। এ পেশাদার টেস্টিং প্রসেসটি ভিভোকে সরবরাহ করে জেইস। উদ্ভাবন ও গবেষণার জন্য ভিভো ও জেইসের নিজস্ব গ্লোবাল নেটওয়ার্ক রয়েছে।

বলা হয়, ভিভোর এক্স৬০প্রো স্মার্টফোন ফটোগ্রাফির জগেক পাল্টে দিয়েছে। এক্স৬০প্রোতে নতুন কোন ক্যামেরা উদ্ভাবন যুক্ত করেছে ভিভো?

এক্স৬০প্রো ভিভো ও কার্ল জেইসের সমন্বিত প্রচেষ্টার ফল। ভিভো এক্স৬০প্রোতে ক্লাসিক জেইস বায়োটার ক্যামেরা প্রযুক্তি যুক্ত করা হয়েছে। বায়োটার হলো একটি কিংবদন্তি জেইস লেন্স, যা কয়েক দশক ধরে পেশাদার ফটোগ্রাফারদের পছন্দের শীর্ষে রয়েছে। লেন্স ছাড়াও এ স্মার্টফোনের অন্যতম আকর্ষণ হচ্ছে গিম্বল স্ট্যাবিলাইজেশন ২.০ প্রযুক্তি। ভিভোর গবেষণা বলছে, স্মার্টফোন ফটোগ্রাফাররা ক্যামেরা কেঁপে যাওয়া নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় ভোগে। এ সমস্যার সমাধানে ভিভো গিম্বল স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি যুক্ত করেছে।

বাজারে ভিভো এক্স সিরিজের সবচেয়ে নতুন স্মার্টফোন ভিভো এক্স৭০প্রো ৫জি। এ স্মার্টফোনে ভিভো ও জেইস নতুন কী নিয়ে এসেছে?

ভিভো বিশ্বাস করে যেকোনো দেশের স্মার্টফোন বাজারে সফলতার অন্যতম চাবিকাঠি ভোক্তা সন্তুষ্টি। তাই প্রতিনিয়তই ভিভো গ্রাহকদের পছন্দ, অপছন্দ ও প্রয়োজনগুলো নিয়ে গবেষণা করে। ভিভো এক্স৭০প্রো ৫জি জেইস টি কোটিং প্রযুক্তিসংবলিত একটি ডিভাইস। কোটিংটি ক্যামেরা লেন্সে দৃশ্যমান আলো স্বচ্ছভাবে প্রবেশে সহায়তা করে, অতিরিক্ত তীক্ষ্ম রশ্মি প্রবেশে বাধা দেয় এবং বিষয়বস্তুর প্রকৃত রঙকে সঠিকভাবে ধারণ করে।

ফটোগ্রাফির ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন। ক্যামেরাকেন্দ্রিক একটি ব্র্যান্ড হিসেবে ভিভোর ভবিষ্যৎ পরিকল্পনা কী?

আমি যেমনটা বলছিলাম, ফটোগ্রাফি ধীরে ধীরে স্মার্টফোন ফটোগ্রাফির দিকেই ঝুঁকছে। ভিভোর গবেষণা বলছে, গ্রাহকদের কাছে স্মার্টফোনের ক্যামেরাই এখন মুখ্য। সম্প্রতি ভি১ ইমেজিং চিপ বাজারে এনেছে ভিভো। টানা দুই বছর প্রতিষ্ঠানটির ৩০০ কর্মী অক্লান্ত পরিশ্রম করে এটি তৈরি করেছে। ভিভো ও জেইস এখন গ্লাস লেন্স তৈরিতে কাজ করছে। এর মাধ্যমে অতিরিক্ত আলো, অতিবেগুনি রশ্মি এবং অতি কম আলোয় ফটোগ্রাফি আরো সহজ হবে।

সূত্র : বণিক বার্তা