আলিয়া-রণবীর দম্পতির গুঞ্জন কি সত্যি হলো

রণবীর কাপুর ও আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের অন্যতম চর্চিত দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের বয়সের ব্যবধান সত্ত্বেও মনের মিল চোখে পড়ার মতো। তবু তাদের দাম্পত্য জীবন নিয়ে গত কয়েক মাস থেকে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। তবে কি সেই গুঞ্জন সত্যি হলো?

রণবীর কাপুর ও আলিয়া ভাট

আলিয়ার ওপর নাকি রীতিমতো খবরদারি চালান অভিনেতা। এমনকি আলিয়া নিজেই বলেছেন, তার স্বামী জোরে কথা বলা পছন্দ করেন না। এমনকি তার লিপস্টিক লাগানোতেও আপত্তি রয়েছে।

এদিকে প্রেমের ৬ বছর আর দাম্পত্যের মাত্র দেড় বছর কেটেছে। এখনই নাকি অশান্তি তুঙ্গে আলিয়া ভাট ও রণবীর কাপুরের সংসারে। গত বছর এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছেন তারা। বিয়ের সাত মাসের মাথায় তাদের পরিবারে এসেছে খুদে অতিথি। মেয়ে রাহাকে নিয়ে এখনো সংসার আলিয়া ও রণবীরের।

তবে কানাঘুষা, ক্যামেরার সামনে যতই একে অপরের হাত ধরে থাকুন আলিয়া ও রণবীর—সত্যি নাকি সংসারে চরম অশান্তির সঙ্গে পার করছেন এ দম্পতি। ইতোমধ্যে একাধিকবার প্রকাশ্যে এসেছে বিভিন্ন বিষয়ে আলিয়া ও রণবীরের মতপার্থক্য। জনসমক্ষে একে অপরকে কোনো বিরূপ মন্তব্য না করলেও শোনা যাচ্ছে— ছোটখাটো বিষয় নিয়েই নাকি ঝগড়া করে ফেলছেন তারা।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজ়নের একটি পর্বে উপস্থিত হয়েছিলেন আলিয়া। সেখানেই আলিয়া জানান, মেয়ে রাহাকে নিয়ে একে অপরের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া বাধে রণবীর ও তার। মেয়ে কত ক্ষণ কার কাছে থাকবে, তা নিয়েই নাকি যত অশান্তি।

স্বামী ধূমপান করে ঘরে ফেরায় নববধূর বিষপান

আলিয়া এ কথা বলতেই কারিনা কাপুর খান ইঙ্গিতে বলেন, রণবীর ও আলিয়ার উচিত দ্বিতীয় সন্তান নিয়ে পরিকল্পনা করা। দুই অভিনেত্রীর এমন কথোপকথনেই চটেছেন ভক্তদের একটি বড় অংশ। তাদের প্রশ্ন— বাচ্চা কি সমস্যা সমাধানের উপায়!