বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই মুহূর্তে গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি মেসেজিং প্ল্যাটফর্ম হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বর্তমানে সারা বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা দিনে বেড়েই চলেছে। এই মুহূর্তে গোটা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেনা।
জনপ্রিয় এই চ্যাটিং প্ল্যাটফর্ম মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে ভিডিও কল এবং অডিও কলের সাহায্যে যোগাযোগ করা সম্ভব।এখন প্রায় সমস্ত ধরনের মোবাইল ফোনেই হোয়াটসঅ্যাপ এসে গিয়েছে। যে কোনো মোবাইল থেকেই খুব সহজেই লগইন করা যায় হোয়াটসঅ্যাপে।
তাই বেশ অনেকদিন আগেই ধীরে ধীরে মোবাইলের এসএমএসের জায়গা নিয়ে নিয়েছে এই চ্যাটিং প্লাটফর্ম। এখন প্রায় সারাদিন চ্যাটিং করার জন্য তো বটেই সেই সাথে অফিসের বিভিন্ন জরুরী তথ্য আদান-প্রদানের জন্যও যোগাযোগের অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে এই হোয়াটসঅ্যাপ।
জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের সাহায্যে মেসেজ সেন্ড করার পাশাপাশি বিভিন্ন ছবি এবং ভিডিও-ও সেন্ড করা যায় খুব সহজেই।তবে ব্যবহারকারীরা নিশ্চয়ই জানেন ফোনে হোয়াটসঅ্যাপে চ্যাট দ্রুত হলেও ওয়েবে সুবিধা অনেক কম থাকে।
সাধারণত WhatsApp -এ প্রোফাইল পিকচারের ঠিক নীচেই দেখা যায় অ্যাক্টিভিটি স্ট্যাটাস। কিন্তু যদি অনলাইন, টাইপিং অথবা লাস্ট সিন-র মতো বিষয়গুলি দেখা না যায়, তাহলে এক হতে পারে তিনি এই বিষয়গুলি হাইড করে রেখেছেন, অথবা তিনি হয়তো আপনাকে ব্লক (Block) করে রেখেছেন।
কিন্তু প্রশ্ন হল ব্লক করা হলে তা বুঝবেন কিভাবে?
আসলে হোয়াটসঅ্যাপে ব্লক করা হলে ভয়েস কল কিংবা ভিডিও কল করা যায় না। এছাড়া WhatsApp-এ ব্লক করলে মেসেজ ডেলিভার হয় না, পাশে একটাই টিক থাকে। তাছাড়া যিনি ব্লক করেন তার স্ট্যাটাস আপডেট দেখা যাবে না। এমনকি তাঁর About-এও কোনো তথ্য দেখা যাবে না। এখানেই শেষ নয় কেউ ব্লক করলে কোনও গ্রুপেও তাকে অ্যাড করা যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।