বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল গেম অ্যারিনা অব ভেলোর Arena of Valor এর এশিয়ান গেমস সংস্করণটি এবারের ২০২২ এশিয়ান গেমসে অফিশিয়াল স্পোর্টস ইভেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে।
দ্য অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ), দ্য হ্যাংঝো ২০২২ এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটি এবং এশিয়ান ইলেকট্রনিক স্পোর্টস ফেডারেশন (এইএসএফ), Arena of Valor গেমটিকে স্বীকৃতি দিয়েছে।
গেমটির এশিয়ান সংস্করণে বিশ্বজুড়ে Arena of Valor এর বিভিন্ন সংস্করণের জনপ্রিয় হিরোদের দেখা যাবে। টিমি স্টুডিও, একটি গ্লোবাল গেম ডেভেলপমেন্ট ও অপারেশন টিম এবং টেনসেন্ট গেমসের একটি সহায়ক সংস্থা, যারা গত অক্টোবরে বাংলাদেশের বাজারে পদার্পণ করে। গেমটি ১৬ ভাষায়, ১৭৩টি দেশ ও অঞ্চলে ব্যবহার হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।