জুমবাংলা ডেস্ক : কয়েক দিন পরেই কাতারে পর্দা উঠছে ২০২২ ফুটবল বিশ্বকাপের। এরই মধ্যে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে ফুটবল বিশ্ব। বাংলাদেশও ফুটবল আনন্দে মেতে উঠছে সব বয়স ও পেশার নারী-পুরুষ। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে চলে নানা আয়োজন। প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখাতেও কেউ কার্পণ্য করছে না।
এমনি এক খেলাভক্ত কুড়িগ্রামের আশরাফুল ইসলাম (৩২)। তিনি নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় পছন্দের বিশ্বকাপ ফুটবল দল আর্জেন্টিনার পতাকা এঁকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। তিনি কুড়িগ্রাম পৌর শহরের মো. আব্দুল খালেকের ছেলে। কুড়িগ্রাম পৌরশহরের ধরলা অববাহিকার একতাপাড়া গ্রামের বাঁধের পাড়ের বাসিন্দা তিনি।
আর্জেন্টিনার প্রতি সমর্থন আর মেসির প্রতি অগাধ ভালোবাসায় সাত হাজার টাকা খরচ করে আর্জেন্টিনার পতাকার আদলে রাঙিয়েছেন অটোরিকশাটি। শহরের ভেতর দিয়ে আশরাফুল যখন আর্জেন্টিনার পতাকা সজ্জিত অটোরিকশাটি চালিয়ে যান তখন পথচারী ও অন্য বাহনের যাত্রীরা ফিরে তাকিয়ে দেখেন।
অটোরিকশা চালক আশরাফুল জানান, ছোটবেলা থেকেই তিনি ফুটবল খেলা ভালোবাসেন। আর বিশ্বকাপ ফুটবলে তার পছন্দের দল আর্জেন্টিনা। তার বিশ্বাস এবারের বিশ্বকাপে তার দল ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জিতে নিবে।
তিনি বলেন, ‘আমি ২০০২ সাল থেকে ফুটবল খেলা দেখি। তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। তাদের খেলা আমার খুব ভালো লাগে। এর আগে ২০১০ সালে আমি আমার একটি বাই সাইকেল আর্জেন্টিনার পতাকার রংয়ে রাঙাই। এখন যেহেতু আমার জীবিকার বাহন এই অটোরিকশা সেজন্য এটা আমার পছন্দের দলের পতাকার রংয়ে রাঙিয়েছি।’
শহরের ধরলা ব্রিজ এলাকার শাহিন আলম বলেন, আমি ছোট থেকেই আর্জেন্টিনার সাপোর্ট করে আসছি। বিশ্বকাপ আসলে খুব ভালো লাগে আমার। আর্জেন্টিনারের কোনো খেলা মিস করি না আমি। আমার এখানকার এক চালক ভাই আর্জেন্টিনার পতাকার আদলে অটোরিকশা রং করেছে দেখে খুব ভালো লাগছে।
আশরাফুল আরও বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক আছি এবং থাকব। বর্তমান দলটি পূর্বের তুলনায় ভালো। তাই আশা করছি এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। আমি গতকাল (শুক্রবার) অটোরিকশা রং করেছি। যাত্রীরা বিষয়টিকে অনেক ভালো বলছেন। তবে বিপক্ষ দলের সমর্থকরা এটাকে হয়তো ভালো চোখে দেখবেন না, এটাই স্বাভাবিক।’ বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা দলের জার্সি কিনে ওই জার্সি পরে অটোরিকশায় যাত্রী পরিবহন করবেন বলে জানান আশরাফুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।