স্পোর্টস ডেস্ক : ২০১৬ রিও অলিম্পিকের সোনাজয়ী আর্জেন্টিনার বিপক্ষে ড্র করেছে ভারতের হকি দল। সোমবার প্যারিস অলিম্পিকের পুরুষ হকি ইভেন্টের ম্যাচটি ১-১ ড্র হয়। আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন লুকাস মার্তিনেজ। ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে থাকা ভারতের হয়ে গোল পরিশোধ করেন অধিনায়ক হরমনপ্রীত সিং।
ম্যাচজুড়ে বেশ কিছু পেনাল্টি কর্নারের সুযোগ নষ্ট করেছে ভারত। প্রথম কোয়ার্টারের শুরুর দিকেই তারা একটি পেনাল্টি কর্নার পেয়েছিল। কিন্তু সেটি কাজে লাগাতে পারেনি। সেই মুহূর্তে হরমনপ্রীত সিং সবুজ কার্ড দেখে বাইরে চলে যান। প্রথম কোয়ার্টারের শেষের দিকে আর্জেন্টিনাও একটি পেনাল্টি কর্নার পেয়েছিল। তারাও সুযোগ নষ্ট করে। দ্বিতীয় কোয়ার্টারে টানা তিনটি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি।
২৩ মিনিটে ভারতীয় ডিফেন্ডারদের ভুলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লুকাস মার্তিনেজ অনেকটা বিনা বাধায় ভারতের বৃত্তে ঢুকে গোল করে বসেন। গোলের পর আর্জেন্টিনা আরও ক্ষুরধার হয়ে ওঠে আর্জেন্টিনা। ভারত হয়ে পড়ে খোলসবন্দি। আর্জেন্টিনার বৃত্তের মধ্যে ঢুকতেই পারছিল না তারা। চতুর্থ কোয়ার্টারেও ভারত ভাল খেলতে পারেনি। শেষ দিকে একটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারতের হার বাঁচান হরমনপ্রীত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।