আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় চরমে পৌঁছেছে মুদ্রাস্ফীতি। দেশটির সরকার ১০ হাজার পেসোর নোট ছাপানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার, বাংলাদেশি মুদ্রায় যা ১২০০ টাকার মতো। মার্কিন বার্তা সংস্থা এপিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সাম্প্রতিক মাসগুলোতে আর্জেন্টিনায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়েছে। মার্চে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২৮৭ শতাংশে, যা বিশ্বে সর্বোচ্চ।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাজার করার ক্ষেত্রে অনেক আর্জেন্টাইন বড় ব্যাগে করে টাকা নিয়ে যান। তাদের কষ্ট কমাতে বড় অংকের নোট ছাপানোর পরিকল্পনা করেছে তারা।
এর আগে সর্বোচ্চ দুই হাজার পেসোর নোট ছিল আর্জেন্টিনার। আগামী মাসেই বাজারে ছাড়া হবে এই নোট। ২০১৭ সালে ১ হাজার পেসোর নোট বাজারে ছেড়েছিল কেন্দ্রীয় ব্যাংক তখন এর মূল্যমান ছিল ৫৮ ডলার। মুদ্রাস্ফীতির কারণে তা এখন কমে দাঁড়িয়েছে ১ ডলারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।