স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে প্রতিপক্ষের থেকেও বড় চিন্তায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। ভেনেজুয়ের বিপক্ষে মাঠে নামার আগে আলবিসেলেস্তাদের পরিকল্পনায় বাগড়া দিয়েছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’। শক্তি সঞ্চয় করে ধেয়ে আসা এই ঝড়টির কারণে ওলট-পালট হয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়নদের ভ্রমণ ভাবনা।
জানা গেছেন, বিশ্ব চ্যাম্পিয়নরা এখন ম্যাচের আগের দিন ভেনেজুয়েলায় পৌঁছতে পারে। এছাড়া ম্যাচ একদিন পিছিয়ে দেওয়ার সম্ভাবনাও আছে।
লিওনেল স্কালোনির শিষ্যরা দুই ম্যাচের অনুশীলনের জন্য ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি ক্লাবকে বেছে নেয়। যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফ্লোরিডায় দলের সঙ্গে যোগ দেন ফুটবলাররা। তবে ফ্লোরিডা থেকে ভেনেজুয়েলার মাতুরিনে তাদের ভ্রমণ পরিকল্পনায় বাগড়া দিয়েছে মিল্টন। ক্যাটেগরি ৫ মাত্রার এই হারিকেন আঘাত হানার কথা ফ্লোরিডার পশ্চিম উপকূলে।
এদিকে চোট কাটিয়ে মেজর লিগ সকারে ফেরা অধিনায়ক লিওনেল মেসি পুরোপুরি ফিট হয়েই জাতীয় দলের হয়ে আবার মাঠে নামছেন বলে নিশ্চিত করেছেন কোচ।
আগামীকাল বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা। পাঁচদিন পর মেসিদের প্রতিপক্ষ বলিভিয়া। এই অঞ্চলে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।