বিনোদন ডেস্ক : গোটা বিশ্বের নজর এখন কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের দিকে। আর সেই নিয়ে উন্মাদনা ছড়িয়েছে সারাবিশ্বেই। এদিকে ভারতীয় ফুটবলের প্রাণকেন্দ্র কলকাতা এর থেকে কোনো অংশে আলাদা না। কলকাতার আকাশে ছড়িয়ে রয়েছে নীল সাদা আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা।
এবারের বিশ্বকাপ শুরু হয় অঘটনের মধ্যে দিয়ে। সৌদি আরবের কাছে হেরে গিয়ে অনেক পয়েন্ট খুইয়ে দেয় তারা। আর্জেন্টিনার কাছে শনিবারের ম্যাচ ছিল ডু অর ডাই। আর সেই ম্যাচে নিজের জোরে খেলার মোড় ঘুরিয়ে দিলেন লিওনেল মেসি। জোড়া গোল করে দলকে দুর্দান্ত জয় এনে দেন তিনি।
এদিকে বিশ্বকাপের মূল স্রোতে ফিরতেই মেসি ভক্তদের মধ্যে জয়ের আবেগ দেখা গিয়েছে। চারিদিকে সবাই মেসি মেসি রবে মেতে উঠেছে। এদিকে খবর আসছে বাংলা ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও নাকি মেসির ভক্ত। আর তার ছেলে তৃষাণজিৎ মেসি বলতে অজ্ঞান।
প্রসেনজিৎ সংবাদমাধ্যমে জানান যে, রাত জেগে খেলা দেখতে গিয়ে সকালে কাজ শুরু করতে বেশ দেরি হয়ে যাচ্ছে। অবশ্য সেটা প্রতিবারের বিশ্বকাপের সময়েই হয়। তবে শনিবারের ম্যাচ নিয়ে অভিনেতা নিজের বিশেষ অভিজ্ঞতা শেয়ার করে নেন। কীভাবে তাদের চিন্তামুক্ত করেছেন লিও মেসি।
প্রসেনজিৎ বলেন, ‘এদিনের খেলাটা প্রায় সেমিফাইনাল বা ফাইনালের পর্যায়ে পড়ে। তবে প্রথমার্ধটা দেখে খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন, শেষমেষ কী হবে। কিন্তু মেসি তাঁর খেল দেখালেন ঠিকই।’ কাজের মাঝেও যে খেলাগুলো দেখার চেষ্টা করেন এমনকি রাতের খেলাগুলো দেখেন। সেটাও জানান তিনি।
প্রসেনজিতের কথায়, এটা একটা ফিভার। মেসি ইজ ব্যাক। ছেলে তৃষাণজিৎ নাকি মেসির পাগল ভক্ত। সবসময় মেসিতে ডুবে থাকেন। ছেলে কতটা মেসি পাগল সেই নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন যে, ছেলের সৌজন্যে ঠাকুরঘরে মেসির ছবিও লাগানো রয়েছে! তাই আর্জেন্টিনার দুরন্ত জয়ের পর তৃষাণজিতের জন্যও খুব খুশি প্রসেনজিৎ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।