হারের পর দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

Argentina

স্পোর্টস ডেস্ক : অবশেষে আর্জেন্টিনার অপরাজিত যাত্রা থামল। টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা।

Argentina

৯ মাস পর কোনো আন্তর্জাতিক ম্যাচে হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। এমন হারের পর আরও দুঃসংবাদ থাকছে দলটির জন্য। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে পরবর্তী ম্যাচের জন্য ছিটকে গেছেন দলটির নিয়মিত ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।

চিলির বিপক্ষে আর্জেন্টিনার গত ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন রোমেরো। আর তাই ফিফার নিয়মানুযায়ী পরবর্তী এক ম্যাচ খেলা হচ্ছে না এই ফুটবলারের। বিশ্বকাপ বাছাইয়ে পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

লিওনেল মেসির ইনজুরি এবং আনহেল ডি মারিয়ার অবসরের পর আর্জেন্টিনা দলের মধ্যে অভিজ্ঞতার অভাব দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন সময়ে নিয়মিত খেলোয়াড়দের ছিটকে যাওয়া নিঃসন্দেহে দলের জন্য অনেক বড় ধাক্কা।

কলম্বিয়ার ম্যাচে রোমেরো অবশ্য হলুদ কার্ড দেখেছেন অদ্ভুতভাবে। ম্যাচ চলাকালে এদিন কার্ড পাননি তিনি। অদ্ভুত কারণে তাকে কার্ড দেখানো হয়েছে ম্যাচ শেষে উঠে যাওয়ার সময়।

ম্যাচ শেষে ডাগআউটের দিকে এগোনোর সময় কলম্বিয়ান দর্শকদের কিছু একটা ইঙ্গিত করতে চেয়েছিলেন রোমেরো। জার্সির চ্যাম্পিয়ন ব্যাজে হাত বোলাতে বোলাতে এগোচ্ছিলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলারের এই আচরণ ভালো লাগেনি রেফারির। খেলা শেষের পর তাকে হলুদ কার্ড দেখিয়েছেন তিনি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন রোমেরো। সেখানে অবশ্য এ বিষয়ে কিছু বলেননি তিনি। ম্যাচের চারটি ছবি সংযুক্ত করে তিন তারকাসহ ক্যাপশনে তিনি লেখেন, ‘আপনি জিতুন কিংবা হারুন, এটা খেলারই অংশ। যা চলমান থাকবে। আর্জেন্টাইন হিসেবে আমি গর্বিত এবং সবার ওপরে আমাদের দারুণ এই পরিবার। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।’