ট্রফি নিয়ে দেশে ফিরল আর্জেন্টিনা দল, নেই মেসি-মার্টিনেজ

মেসি-এমিলিয়ানো মার্টিনেজস

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে সদ্য শেষ হওয়া কোপা আমেরিকা জয় শেষে দেশে ফিরছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের একাংশ। তবে দলে সঙ্গে ফেরেননি লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজসহ বেশ কয়েকজন। শিরোপাজয়ীদের বরণ করতে বিমানবন্দরে ছিল সমর্থকদের উপচে পড়া ভিড়। এসময় পুরো বিমানবন্দর এলাকা যেন রঙিন হয়ে ওঠে। পরে আলবিসেলেস্তেরা এজেইজা মাঠে হাজির হয়ে সমর্থকদের আবেগ ও ভালোবাসায় সিক্ত হন।

মেসি-এমিলিয়ানো মার্টিনেজস

চার্টার ফ্লাইটে করে সোমবার স্থানীয় সময় রাত ১০টায় বুয়েন্স আয়ার্সে পা রাখে লিওনেল স্কালোনির দল। তাদের বহন করে আনা উড়োজাহাজে লেখা ছিল, ‘আমরা দুবারের চ্যাম্পিয়নদের নিয়ে আসি।’

বিমান থেকে ট্রফি হাতে নামেন দলের সহ-অধিনায়ক অ্যাঙ্গেল ডি মারিয়া। ফাইনাল ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়া ফুটবলারের পাশে ছিলেন কোচ স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। বহরে ছিলেন না লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, জুলিয়ান আলভারেস, নিকোলাস ওটামেন্ডি ও জেরোনিমো রুল্লি। প্রত্যেকেই রয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। শেষের তিনজন প্যারিস অলিম্পিক গেমসে যোগ দেবেন।

পুরো দেশকে খুশির উপলক্ষ্য এনে দেয়ায় ফুটবল দলকে রাষ্ট্রীয় বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি হাভিয়ের মিলেই। এদিকে, ডি মারিয়াকে অবসর ভাঙানোর চেষ্টা করছেন সতীর্থরা। তাকে ২০২৫ সালে স্পেন-আর্জেন্টিনার লা ফিনালিস্সিমা খেলানোর চেষ্টা চলছে বলেও জানা যায়।

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ

কোপা আমেরিকা জিতে ত্রিমুকুট জয় সম্পন্ন করল মেসি-ডি মারিয়ারা। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ আর ২০২৪ সালে আরও একবার কোপা আমেরিকা জয়। টানা তিন আন্তর্জাতিক ট্রফি জয়ের এক বিরল রেকর্ড গড়ল তারা। যে কীর্তি এতদিন ছিল কেবল স্পেনের।