স্পোর্টস ডেস্ক: আগামীকাল রাতে ‘ফিনালিসসিমা’ ম্যাচে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। তৃতীয়বারের মত ইউরোপ ও লাতিন অঞ্চলের সেরা দল মুখোমুখি হতে যাচ্ছে।
এর আগে, ১৯৮৫ সালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছিল ফ্রান্স।
এরপর ১৯৯৩ সালে ডেনমার্ককে পেনাল্টি শুট আউটে হারিয়েছিল আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ও ইতালি।
ম্যাগের আগে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘এটা নিছক একটা ম্যাচ নয়; ফিফা স্বীকৃত প্রতিযোগিতা। আর্জেন্টিনার মানুষ ও সমর্থকদের জন্য আরেকটি কাপ জিততে চাই। ’
বার্সা ছাড়া সম্পর্কে মেসি বলেন, ‘কখনো ভাবিনি বার্সা ছাড়া অন্য ক্লাবে খেলব। আর্জেন্টিনার হয়ে অনেকগুলো ফাইনাল হারের পর গত বছর কোপা আমেরিকার শিরোপা জয় অনেক আনন্দের ছিল। খুব খুশি মনে বার্সেলোনায় ফিরেছিলাম। এসেই হঠাৎ কী যে হয়ে গেল!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।