স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার লুকাস রোমানের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডরের জন্য ৪০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ-ও বেঁধে দিয়েছে কাতালান ক্লাবটি। গত বুধবার এ চুক্তি সম্পন্ন করে বার্সেলোনা। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এই চুক্তির মেয়াদ।
১৮ বছর বয়সী এক তরুণকে দলে ভেড়াতে আপনার গুনতে হবে সাড়ে ৪ হাজার কোটি টাকা! স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এমনই প্রাইস ট্যাগ বেঁধে দিয়েছে আর্জেন্টাইন ফুটবলারের নামের পাশে। তবে প্রশ্ন হলো কে এই তরুণ যার জন্য বার্সার মতো দল এখনই এত মূল্য হাঁকিয়েছে।
নাম লুকাস রোমান। এই অল্প বয়সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বাঁ পায়ের জাদু দেখিয়ে। রোমানকে বলা হয় আর্জেন্টিনার দ্বিতীয় মেসি। খেলেনও মেসির মতোই বাঁ পায়ে। এই অল্প বয়সেই তাই নজর কেড়েছে ইউরোপের শীর্ষ ক্লাব বার্সেলোনার।
লুকাস রোমান আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার। এ ছাড়া এই ফরোয়ার্ড আছেন আর্জেন্টাইন দ্বিতীয় বিভাগের ফেরো ক্যারিল ওয়াস্তে ক্লাবে। গত বুধবার (১৮ জানুয়ারি) এই তরুণ ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বার্সা। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সে চুক্তির মেয়াদ।
রোমানকে দলে ভেড়াতে কাতালান ক্লাবটি কত খরচ করেছে তা এখনো নিশ্চিত করেনি বার্সা। তবে আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, তাকে ভেড়াতে ১.১ মিলয়ন ইউরো খরচ করেছে স্প্যানিশ ক্লাবটি। তবে ভবিষ্যতে আরো ৩.৫ মিলিয়ন ইউরো দেয়া কথা আছে চুক্তিতে। যার মধ্যে ৬৫ শতাংশ পাবে তার সাবেক ক্লাব ক্যারিল ওয়াস্তে আর বাকি ৩৫ শতাংশ পাবেন রোমান ও তার পরিবার।
সাধারণত রাইট উইঙ্গার হিসেবে খেলেন রোমান। তবে অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা আক্রমণভাগের যে কোনো পজিশনে খেলতে পারেন এই ফুটবলার। দূরপাল্লার শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করাতেও খ্যাতি রয়েছে এই আর্জেন্টাইনের।
বার্সেলোনার অফিসিয়াল মিডিয়ার এক বিবৃতিতে রোমান জানিয়েছেন, কাতালান ক্লাবটির জন্য খেলতে সে মুখিয়ে আছেন। তবে, আপতত এই তরুণ ফুটবলারকে বার্সার দ্বিতীয় দল বার্সেলোনা অ্যাথলেটোর হয়েই মাঠে দেখা যাবে। পরে তাকে মূল দলে নিয়ে আসা হবে বলে জানিয়েছে কাতালান ক্লাবটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।