বয়স্ক নারীর জুতোর ফিতা বেঁধে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ

স্পোর্টস ডেস্ক : একটি শাটল বাসে এক বয়স্ক দম্পতি দাঁড়িয়ে। নারীর বাঁ হাতে ব্যাগ, অন্য হাতে বাসের সিট ধরে আছেন। কিছুটা দূরে দাঁড়ানো তার স্বামী মোবাইল দেখছেন। ওই নারীর জুতোর ফিতা বেঁধে দিচ্ছেন এক লোক। তার মুখ ও মাথা নিচের দিকে থাকায় চেনা যাচ্ছে না। এমন একটা ছবিই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

জুতোর ফিতা বাঁধতে থাকা ওই লোকটি আর কেউ নয়, আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া কোচ লিওনেল স্কালোনি। মেসিদের গুরুর এই বিনম্র আচরণ অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে।

আর্জেন্টিনায় বিমানে করে কোথাও যাওয়ার জন্য বিমানবন্দরের শাটল বাসে উঠেছিলেন স্কালোনি। হঠাৎ করে দেখতে পান এক বয়স্কা নারীর জুতোর ফিতা খোলা। তাকে আর্জেন্টিনার কোচ বলেন, ‘দাঁড়ান, আমি আপনার জুতোর ফিতা বেঁধে দেই, যেন পড়ে না যান।’

ওই নারী ও তার স্বামী প্রথমে স্কালোনিকে চিনতে পারেননি। ফিতা বেঁধে উঠে দাঁড়াতেই তাকে চিনে ফেলেন এবং জড়িয়ে ধরেন এই দম্পতি।