স্পোর্টস ডেস্ক : আর একদিন বাদেই অলিম্পিক গেমসের উদ্বোধন হতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে অংশ নিতে অসংখ্য অ্যাথলেট এখন ‘সিটি অব লাভ’ খ্যাত প্যারিসে অবস্থান করছেন। তাদের মাঝে আছেন আর্জেন্টিনার নারী ফিল্ড হকি দলের খেলোয়াড় পিলার ক্যাম্পয় এবং পুরুষ হ্যান্ডবল দলের খেলোয়াড় পাবলো সিমোনেত। প্রতিদ্বন্দ্বিতা শুরুর আগেই তারা নিজেদের হৃদয়ঘটিত কাজটাও সেরে ফেললেন।
গতকাল বুধবার অলিম্পিক ভিলেজে আর্জেন্টিনার ছেলেদের হ্যান্ডবল দল ও মেয়েদের ফিল্ড হকি দল অলিম্পিক ভিলেজে একত্রিত হয়েছিল। একসঙ্গে তারা ফটোসেশনও করেছে। এর ফাঁকে হুট করে খেলোয়াড়দের জটলা থেকে বেরিয়ে ক্যাম্পয়ের সামনে হাঁটু মুড়ে বসে একটি ছোট্ট আংটির বাক্স খুলে বিয়ের প্রস্তাব দেন সিমোনেত। এতদিনের পুরনো প্রেমিকার দেওয়া প্রস্তাব ফেরানোর কোনো প্রশ্নই ছিল না।
আকস্মিক এই ঘটনায় বিস্ময় ও আবেগে দিশাহারা হয়ে হাসিমুখেই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন ক্যাম্পয়। এরপর প্রেমিকের থেকে আংটি পরতে বাড়িয়ে দেন নিজের হাত। চারদিকে শোনা যায় করতালি আর হর্ষধ্বনি। অনেকেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করছিলেন। সেই ২০১৫ সাল থেকে তাদের মন দেওয়া-নেওয়া চলছে। চিলিতে ২০২৩ সালে অনুষ্ঠিত প্যান আমেরিকান গেমসে নিজ নিজ ইভেন্টে দুজনেই সোনা জিতেছিলেন।
প্যারিসে এসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনকে সিমোনেত বলেছেন, ‘আমি প্যারিসকেই বেছে নিতে চেয়েছি। কারণ, এখানেই আমাদের দেখা হয়েছিল। তখন আমি ফ্রান্সের ইভরিতে খেলছিলাম। তাই আমি ভেবেছি কাজটি করার জন্য এটাই সেরা জায়গা আর অলিম্পিক গেমস তো আছেই। সব মিলিয়ে এটাই সেরা মুহূর্ত। যখন আমরা নিজ নিজ দলে জায়গা পেলাম, তখনই বুঝেছি এখানেই (প্যারিস) কাজটি করতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।