ক্ষমা চাইলেন আর্জেন্টাইন তারকা ফার্নান্দেজ

enzo-fernandez

স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসের মাত্র দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এমন অর্জনের পর বর্তমানে উৎসবের স্রোতে ভাসছে দেশটি। এদিকে বুয়েন্স আয়ার্সে উৎসবের রঙে রঙ্গিন হওয়ার মাঝেই ‘অপমানজনক’ ভাষায় ফ্রান্স দলকে নিয়ে গান গেয়েছিল আর্জেন্টিনা দল। যে কারণে ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ।

enzo-fernandez

গত রোববার (১৫ জুলাই) ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জেতে স্কালোনির শিষ্যরা। শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা আর্জেন্টিনা দলের টিম বাসে উদযাপনের একটি ভিডিওতে ফ্রান্সকে নিয়ে বানানো বর্ণবাদী গানটি শোনা যায়।

যে ভিডিওটি আবার পোস্ট করা হয়েছিল চেলসি তারকা ফার্নান্দেজের অ্যাকাউন্ট থেকে। আর্জেন্টিনার সমর্থকরা ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে মেসিরা চ্যাম্পিয়ন হলে বর্ণবাদী এই গানটির সূত্রপাত ঘটায়।

ফার্নান্দেজের পোস্ট করা ভিডিওতে লক্ষ্য করা যায়, তিনিসহ অন্যান্য খেলোয়াড়রাও সেই গানে সুর মিলিয়েছেন। পরবর্তীতে নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া স্টোরিতে এ প্রসঙ্গে ২৩ বছর বয়সী ফার্নান্দেজ ক্ষমা চেয়ে লিখেছেন, ‘জাতীয় দলের উদযাপনে আমার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করায় আমি আন্তরিকভাবে ক্ষমা চাই।’

তিনি আরো লেখেন, ‘এ গানে অত্যন্ত অপমানজনক ভাষা আছে এবং এসব শব্দ ব্যবহারের কোনো অজুহাত নেই। আমি সব ধরনের বৈষম্যের বিপক্ষে। আমাদের কোপা আমেরিকা উদযাপনের উন্মাদনায় পড়ে গিয়েছিলাম বলে ক্ষমা চাই। ওই ভিডিও, ওই মুহূর্ত, ওই শব্দগুলো আমার বিশ্বাস বা চরিত্রকে ফুটিয়ে তোলে না। আমি সত্যিই দুঃখিত।’