সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুরে পছন্দের প্রার্থীর পক্ষ থেকে প্রচার-প্রচারণা, ভুঁড়ি-ভোজ ও উপটৌকনের আয়োজনের অভিযোগে উঠেছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে গোলাম মহিউদ্দিন কমল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্য নির্বাচনী আচরণবিধি লংঘন করে প্রচার-প্রচারণা, ভুঁড়িভোজ ও উপটৌকন আয়োজন করেন। তবে অভিযোগ পত্রে পছন্দের প্রার্থীর নাম উল্লেখ করেননি অভিযোগকারী।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এবং সভা শেষে দুপুরের খাবার গ্য়রহণ করেন। সভা শেষের দিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান মিল্টনকে টাকার ভাগাভাগি নিয়ে চেয়ার উচু করে দিপক ফিরোজ নামের এক ব্যক্তির তেড়ে যাচ্ছের্ন । এসময় অকথ্য ভাষায় গালিগালাজও করেন যুবলীগের ওই নেতা। পরে উপস্থিত নেতাকর্মীরা বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে আনেন।
গালিগালাজের শিকার দিপক ফিরোজ বলেন, আমাকে হোন্ডার তেল খরচ দেওয়ার কথা ছিল, আমি টাকা চাইতেই তিনি আমার দিকে টাকা ছুঁড়ে মারেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি সব প্রোগ্রামে গিয়েই টাকা উঠিয়ে খেয়ে ফেলেন।
হরিরামপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন বলেন, ওর সাথে তো যুবলীগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। টাকা-পয়সার কোন বিষয় এখানে নাই।
এ ব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়টা আমি জানিনা, এ ধরনের কিছু হয়নি। আমি ঢাকায় মিটিংয়ে আছি।
জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। দলীয় প্রোগ্রাম করতে পারবে কিন্তু নির্বাচনী কোন প্রোগ্রাম তারা করতে পারবেন না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।