আরিয়ানকে প্রশিক্ষণ দিতে যাকে অনুরোধ করলেন শাহরুখ

আরিয়ান ও শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বাবার মতো অভিনয়ের বদলে বরং ক্যামেরার পেছনে থাকার কাজটাই বেছে নিয়েছেন। লেখক হিসেবে আত্মপ্রকাশের জন্য প্রস্তুত আরিয়ান। শাহরুখ খানও তাঁর ছেলে আরিয়ান খানের লেখক হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে কোনো কমতি রাখছেন না।

আরিয়ান ও শাহরুখ

এর আগে জানা গেছে যে লেখক হিসেবে আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ সম্পূর্ণ প্রস্তুত এবং এটির কাস্টিং প্রক্রিয়া শুরু করেছেন তিনি।

এ বছরের শেষের দিকে কাজ শুরু হতে চলেছে সিরিজটির। আরিয়ানের সঙ্গে যৌথভাবে এই চিত্রনাট্যটি লিখেছেন বিলাল সিদ্দিকী, যিনি ইমরান হাশমি অভিনীত ‘বার্ড অব ব্লাড’ সিরিজের সহ-রচয়িতা ছিলেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলা জানিয়েছে, শাহরুখ খান ইসরায়েলি পরিচালক লিওর রাজের সঙ্গে যোগাযোগ করেছেন আরিয়ান খানকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। লেখক হিসেবে আরিয়ানের আত্মপ্রকাশে লিওর সহযোগিতা চাইলেন কিং খান। লিওর বিখ্যাত ‘ফৌদা’ সিরিজের লেখক হিসেবে সুপরিচিত।

খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘আরিয়ান রেড চিলিজ প্রডাকশনের ওয়েব সিরিজের জন্য একগুচ্ছ লেখকের সঙ্গে একটি স্ক্রিপ্ট লিখছেন। তাদের মধ্যে একজন লিও রাজ। প্রকল্পটির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এটির কাজ বছরের শেষ নাগাদ শুরু হতে পারে। তবে আরিয়ান ফিল্ম মেকিংয়ের প্রক্রিয়া শিখতে চায়। সে নির্মাতা হওয়ার আগে লেখক হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু করতে চায়। ’

তবে এ বিষয়ে আরিয়ান খানের দলের সঙ্গে যোগাযোগ করলে তারা কিছু জানাতে পারেনি।

অভিনয় ছাড়া নিয়ে মুখ খুললেন ইভা মেন্ডেজ

বলিউডে খান পরিবারের সন্তানদের নিয়ে আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে। এখন যেহেতু সুহানা খান জোয়া আখতারের ‘দ্য আর্চিস’র ভারতীয় রিমেকের মাধ্যমে আত্মপ্রকাশ করতে প্রস্তুত, আরিয়ান খানও ইন্ডাস্ট্রিতে নিজের পদচারণে রাখতে প্রস্তুত হচ্ছেন। এখন দেখার বিষয় যে বাবা শাহরুখ খানের সঙ্গে টক্কর দিয়ে কে আগে এগিয়ে যায়!

সূত্র : পিঙ্ক ভিলা।