জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জের আরিচা ঘাটে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী মহা বারুণীর স্নান। এতে অংশ নিতে পূন্যার্থীদের ঢল নেমেছে যমুনার পাড়ে। পাপমুক্তির আশায় নদীতে স্নান করে করেন তারা। বারুণীর স্নান ঘিরে নদীর পাড়ে বসেছে গ্রামীণ মেলা।
বারুণীর স্নানে অংশ নিতে শনিবার (৬ এপ্রিল) সকাল থেকেই মানিকগঞ্জ জেলাসহ আশপাশের এলাকা থেকে জড়ো হন হাজারো পূণ্যার্থী। সকাল ৮ টা থেকে যমুনা নদীতে এ স্নান কাযর্ক্রম শুরু হয়।
পূজা-অর্চনাসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে স্নানে অংশ নেন সববয়সী মানুষ। এসময় তারা পাপ মোচনসহ পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
সরেজমিন ঘুরে দেখা যায়, নদী পাড়ে সনাতন ধর্মালম্বী শত শত নারী-পুরুষ পরিবার পরিজন নিয়ে স্নান করতে এসেছেন। তারা পুরোহিতদের কাছে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্নান করছেন। পূন্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে আরিচা ঘাট।
এদিকেই স্নানকে কেন্দ্র করে নদী পাড়েই হরেক রকম পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পূর্ণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ, আনসার, ফায়ারসার্ভিস কর্মীরা নিয়োজিত রয়েছেন।
ঝর্ণা দত্ত, নিখিল দাস, বৃষ্টি সেনসহ কয়েকজন পুর্ন্যার্থী জানান, এই দিনের জন্য তারা সারা বছর অপেক্ষা করেন। পাপ মোচনের আশায় তারা পরিবারের সবাই মিলে স্নান করেন। একই সঙ্গে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন সবাই যেন ভালো থাকে। এছাড়া স্নান করতে এসে অনেকের সঙ্গে দেখা হয়। এটাও অনেক ভালো লাগে তাদের।
কয়েকজন পুরোহিত জানান, স্নানের আগে মন্ত্রপাঠের মাধ্যমে ভক্তদের শুদ্ধ করানো হয়। এরপর তারা নদীর জলে কলা, ডাব, ধান, আমের কুড়ি, দূর্বা ভাসিয়ে দিয়ে স্নান করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস এ স্নানে তাদের বিগত দিনের পাপ মোচন হয়।
নিজের বাড়িতেই এক চাকার ই-স্কুটার বানিয়ে বিশ্বকে তাক লাগালেন যুবক
শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সভাপতি ইকবাল হোসেন জানান, আরিচা ঘাটে বারুণী স্নান ও মেলা প্রায় ৩০০ বছরের ঐতিহ্য। স্নান একদিন হলেও, মেলা চলে সপ্তাহ জুড়ে। এ মেলায় নাগরদোলা, রেল গাড়ি, যাদু প্রদর্শনী, খেলনা, প্রসাধনী, সাজসজ্জাসহ নানা দোকান কাঠ, বেত, মাটি ও লোহার তৈরি আসবাবপত্র গৃহকাজে ব্যবহার্য সমাগ্রীর দোকান বসেছে। এছাড়া বিন্নি, খৈ, বাতাসা এবং বিভিন্ন মসলার দোকান এ মেলার ঐতিহ্যবাহী খাবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।