সৌরভ গাঙ্গুলিকে পিছনে ফেললেন অরিজিৎ

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ করদাতার তালিকায় চার নম্বরে উঠে এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং; সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকেও পিছনে ফেলেছেন তিনি।

টিভি নাইন বাংলা এক প্রতিবেদনে বলেছে, চলতি বছর মোট ১৮ কোটি রুপি আয়কর দিয়ে আলোচনা এসেছেন অরিজিৎ; যা ২০২১-২২ অর্থবছরের তুলনায় তিন গুণ বেশি।

আয়কর বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে কলকাতা থেকে আয়কর বাবদ কেন্দ্র সরকারের আয় হয়েছে মোট ৫৬ হাজার ৪২৪ কোটি রুপি, যার বেশিরভাগই কর্পোরেট ট্যাক্স। প্রায় ২৯ হাজার ৯৩০ কোটি গেছে কর্পোরেট খাত থেকে।

সেখানেই ব্যক্তিগত করদাতাদের তালিকায় চতুর্থ স্থান দখল করে নিয়েছেন ‘চলেয়া’ গায়ক। অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ চলতি অর্থবছরে ১১ কোটি রুপি আয়কর দিয়েছেন।

এ রাজ্যে ৭০ কোটি রুপি ট্যাক্স দিয়ে প্রথম স্থানে রয়েছেন নন্দিনী মোদী। দ্বিতীয় বিড়লা গ্রুপের প্রধান কুমারমঙ্গলম, তিনি আয়কর দিয়েছেন ৫৯ কোটি। ৪৮ কোটি রুপি দিয়ে তিন নম্বরে রয়েছেন শিল্পপতি বরুণ রাঠি।

তৃণমূলের এমপি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে তালিকায়। তবে আশ্চর্যজনকভাবে এই তালিকায় নাম নেই টলিউডের কোনো অভিনেতা-অভিনেত্রীর।