বিনোদন ডেস্ক : তার গান শুনে উদ্বেগ হয়ে ওঠে প্রেমিকের মন, মনে পড়ে প্রেমিকার উষ্ণ আলিঙ্গন। আর অরিজিৎ সিং এর গান মানেই ভেঙে থাকা মনে ব্যথার উপশম। কিন্তু বিরহ বেদনার সুরের সম্রাট অরিজিতের প্রথম প্রেম কিরকম ছিল? কে ছিল তার প্রেয়সী? সেই উত্তর দিয়েছেন খোদ গায়ক। চলুন দেখি কি বললেন সুর সম্রাট?
বলিউডের অনেক ছবিতেই দেখা যায় ছাত্র শিক্ষিকার প্রেম, কিন্তু জানেন কি অরিজিৎ এর অবস্থাও ঠিক একইরকম ছিল। ছাত্রজীবনে প্রেমে পড়েছিলেন নিজের শিক্ষিকার সাথেই। সেই ক্ষুদে বয়সে ১০ বছরে প্রেমে পড়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে বেশ লাজুক লাজুক ভাবে উত্তর দেন তিনি। কিন্তু কি বললেন তিনি?
অরিজিৎ নিজের বেশ লজ্জা মাখানো সুরে বলেন, তখন তিনি গুনগুন করে গান গাইতেন। পঞ্চম শ্রেণীতে এক পরীক্ষা চলাকালীন সর্বসমক্ষে গিটারে গান করেছিলেন তিনি। জানালেন সেদিন তিনি সৈকত মিত্রের গান ‘ভুল ভেঙে যাবে যে দিন, তুমি আমারই হবে, তুমি আমারই হবে সে দিন…’ গাইছিলেন।
তবে এই গান শুনে শিক্ষিকার কিরকম প্রতিক্রিয়া ছিল তা জানা না গেলেও অরিজিৎ অবশ্য তার আবেগকে কোনোভাবেই গোপন করেননি। তার প্রথম প্রেমকে জানিয়েছিলেন সেই কথা। এত বছর পরেও তার প্রথম সেই প্রেয়সীর নাম মনে রেখেছেন তিনি।
যদিও জিজ্ঞেস করলে বেশ লাজুক হাসি হেসে তিনি তার নাম বলেন সুনীতা লাহিড়ী। এমনকি তিনি যে বড় হয়ে সেই শিক্ষিকাকে ওই কথা জানিয়েও দিয়েছিলেন তিনি। আসলে লাখো প্রেমিকের মনের ওপর যার কন্ট্রোল তিনি যে খুব কম বয়সেই প্রেমে পড়বেন সে আর অবাক কি!
নিজের পছন্দের গাড়িটি পানির দামে বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।