অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী কে? জানুন আসল সত্যিটা

বিনোদন ডেস্ক: তারকাদের সঙ্গে বিতর্কের যেন চুম্বকের আকর্ষণ। তাঁদের ব্যক্তিগত জীবনকে ‘খোলা বই’ হিসেবে পেতে চাওয়া নতুন কিছু নয়। তাই বিশাল তারকাখ্যাতি পাওয়ার পরও আর পাঁচজনের মতোই জীবনযাপন করা অরিজিৎ-এর ব্যক্তিগত জীবন নিয়েও কম তোলপাড় হয়নি। ছেলেবেলার বন্ধু কোয়েলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অরিজিৎ। এখন সুখের সংসার তাঁদের।

কিন্তু, অতীতে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে অরিজিৎ সিংয়ের প্রথমা স্ত্রী নাকি রূপরেখা বন্দ্যোপাধ্যায়। ফেম গুরুকুলের বিজেতা এই বিখ্যাত গায়িকার সঙ্গেই নাকি প্রথমে গাঁটছড়া বেঁধেছিলেন গায়ক। আগুনের মতো ছড়িয়ে পড়েছিল এই ভুল তথ্য। হ্যাঁ, ভুল তথ্য। সত্যিটা সামনে এনেছিলেন খোদ রূপরেখা। ফেসবুক লাইভে এসে ভুল ভাঙিয়েছিলেন সবার।

কী বলেছিলেন রূপরেখা?
এই গায়িকা বলেন, “দীর্ঘদিন ধরেই দেখছি অরিজিতের সঙ্গে আমার নাম জড়ানো হচ্ছে। প্রথমে গুরুত্ব দিইনি। কারণ সেলেবদের সঙ্গে বিষয়টি ঘটেই থাকে। কিন্তু, তা দিন প্রতিদিন বেড়েই চলেছে। অরিজিৎ এই মুহূর্তে দেশের অন্যতম সেরা গায়ক। আমিও ওঁর গানের ফ্যান। অরিজিৎ প্রথমে কাকে বিয়ে করেছিল তা জানার প্রয়োজনীয়তা আমার নেই। কারণ তা একেবারে তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু, আমি ওঁর প্রথম পক্ষের স্ত্রী নই। আমি কলকাতায় বিয়ে করেছি ২০১০ সালে।” এরপর নিজের স্বামীর নামও লাইভে জানান রূপরেখা। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এই লাইভ করেন গায়িকা।

অর্থাৎ রূপরেখা এবং অরিজিৎকে নিয়ে যে জল্পনা চলছিল তা একেবারেই গুজব, স্পষ্ট করে দেন গায়িকা।

বলিউডে আসছেন শচীন কন্যা!