বিনোদন ডেস্ক : বর্তমান জেনারেশনের সংগীত প্রেমীরা অরিজিৎ সিং নামটা শুনলেই পাগল হয়ে যায়। ১৯৮৭ সালে ২৫ এপ্রিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম হয় তার। এবছর ৩৫-এ পা দিলেন অরিজিৎ।
২০০৯ সালে প্রথম তিনি বলিউডে যাত্রা শুরু করেন। Murder 2 সিনেমায় ‘Phir Mohabbat’ গানটি আজও মানুষের মনে বসে আছে। তবে সিনেমাটি ২০১১ সালে রিলিজ হয়েছিল। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়ালিটি শোতে প্রতিযোগী হিসাবে দেখা যায় অরিজিৎকে। যদিও বিজেতা হননি তিনি।
এখনও পর্যন্ত অরিজিৎ সিং ৫০০-এর বেশি সিনেমায় হিন্দি গান, ১৫০-বেশি বাংলা ও বাকি বিভিন্ন ভাষায় গান গেয়ে ফেলেছেন। একটি সাক্ষাৎকারে অরিজিৎ নিজে বলেছেন এখনও নাকি তার রেকর্ড করা ৩০০ বেশি গান আছে যা বিভিন্ন সিনেমায় ব্যবহার করা হবে।
সাদামাটা মানুষটি ভারতের এই মুহূর্তের সব থেকে দামি ও ব্যস্ততম শিল্পী হলেও কাজ না থাকলে নিজের গ্রামের বাড়িতেই থাকেন। মুম্বাইয়ে তার একটি বিলাসবহুল বাড়ি আছে যার দাম ৮ কোটি টাকা। তার সাথেই তো গাড়ির মেলা আছে বলা যায়। Hummer, Range Rover, Mercedes Benz-এর মতো গাড়ি আছে তার গ্যারাজে তার মোট মূল্য ২ কোটি টাকারও বেশি।
বর্তমানে একটি গানের জন্য অরিজিৎ ১৮-২০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। লাইভ পারফরমেন্স-এ আগে আরজিৎ ৩০-৫০ লাখ টাকা নিয়ে থাকতেন। তবে চলতি বছর থেকে তা ডাবলের থেকেও বেশি হয়ে গেছে। অর্থাৎ ১-১.৫ কোটি টাকা নিচ্ছেন তিনি প্রতি অনুষ্ঠান পিছু। তাছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন ও ব্র্যান্ড থেকে তার আয় প্রায় ৫ লাখ টাকা। ভারতে একমাত্র অরিজিৎ সিং যিনি এখন কোটি টাকার বেশি লাইভ প্রোগ্রামে নিয়ে থাকেন।
জানা যায়, তার মোট সম্পত্তির পরিমান ৫২ কোটি টাকা। ২০১৪ সালে ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন অরিজিৎ। তবে এটি গায়কের দ্বিতীয় বিয়ে। এর আগে তার ২০১৩ সালে ডিভোর্স হয়ে যায়। এখন অরিজিৎ-কোয়েলের একটি পুত্র সন্তানও আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।