বিনোদন ডেস্ক : এশিয়া মহাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। নিঃসন্দেহে সময়ের সেরা গায়ক তিনি। এক দশক ধরেই ভারতীয় সংগীতশিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অরিজিৎ। তবে তার জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ১২টি গ্র্যামি জয়ী বিশ্বখ্যাত পপতারকা টেলর সুইফটকেও জনপ্রিয়তার দিক থেকে ছাড়িয়ে গেলেন অরিজিৎ! মিউজিক স্ট্রিমিং জায়ান্ট ‘স্পটিফাই’-এ সংগীত দুনিয়ার অন্যতম জনপ্রিয় পপতারকাকে টপকে অরিজিৎ এখন তৃতীয় স্থানে।
বর্তমানে গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফরম ‘স্পটিফাই’। গান শোনার পাশাপাশি এই প্ল্যাটফরমে পছন্দের শিল্পীদের অনুসরণ করতে পারেন শ্রোতারা। সেই অনুরাগী সংখ্যার ভিত্তিতেই টেলর সুইফটকে টেক্কা দিয়েছেন অরিজিৎ সিং।
শুধু টেলর সুইফটকেই নয়, হলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়ে গেছেন অরিজিৎ। স্পটিফাইয়ে এখন তার অনুরাগীর সংখ্যা আট কোটি ৬০ লাখেরও বেশি। যেখানে টেলর সুইফটের অনুরাগীর সংখ্যা সাত কোটি ৯০ লাখের কাছাকাছি। স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে এখন তালিকার শীর্ষে রয়েছেন ব্রিটিশ পপতারকা এড শিরান।
তার অনুরাগীর সংখ্যা ১১ কোটি ৩০ লাখের বেশি। দ্বিতীয় স্থানেই রয়েছেন পপতারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে, যার অনুরাগী সংখ্যা প্রায় ৯ কোটি ১০ লাখ। এর পরেই বাঙালি গায়ক অরিজিৎ।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ এখন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক। রিয়ালিটি শোর মাধ্যমে গায়ক হিসেবে পথচলা শুরু করলেও বর্তমানে বলিউডের একক সম্রাট তিনি।
একের পর এক হিট গান উপহার দিয়ে ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। জাতীয় পুরস্কারসহ একাধিক ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন।
অপরদিকে বর্তমান বিশ্বের মিউজিক সেনসেশন বলা হয় টেলর সুইফটকে। বিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী তিনি। তুমুল জনপ্রিয় এই পপকুইন বর্তমানে নিজের মিউজিক্যাল সফর ‘ইরাস ট্যুর’ নিয়ে ব্যস্ত রয়েছেন। ‘ইরাস ট্যুর’ হলো ৫২টি শোয়ের একটি বিশাল ট্যুর, যার মাধ্যমে গায়িকা উত্তর আমেরিকাজুড়ে পারফরম করবেন। শুক্রবার (১৭ মার্চ) গ্লেনডেল অ্যারিজোনার ফার্ম স্টেডিয়াম থেকে শুরু হয় এই ট্যুর। টেলরের ১৭ বছরের সংগীত ক্যারিয়ারের হিট গানগুলো মঞ্চে পারফরম করেন এই তারকা। আগস্টে সোফাই স্টেডিয়ামে পারফরম্যান্সের মাধ্যমে শেষ হবে এই ট্যুর। ইতিমধ্যে ট্যুরের সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং ইউরোপে বেশ কিছু শো বাড়িয়েছেন গায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।