বিনোদন ডেস্ক : ভারতীয় উপমহাদেশের সংগীতে অন্যতম কাঙ্ক্ষিত তারকা অরিজিৎ সিং। সম্প্রতি তাঁর এক্স অ্যাকাউন্টে বাংলাদেশের শিক্ষার্থী-গায়ক অ্যাঞ্জেল নূরের গান ‘যদি আবার’ শেয়ার করেছেন তিনি। মুগ্ধ অরিজিৎ ক্যাপশনে লিখেছেন, ‘কী দারুণ গান!’
এই একটি বাক্যই বদলে দিয়েছে দৃশ্যপট। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছে। ভিউ সংখ্যায় বেড়ে হয়ে গেছে দ্বিগুণ।
অরিজিতের এই প্রশংসা পেয়ে প্রথমে বিস্মিত হয়েছিলেন অ্যাঞ্জেল নূর নিজেও। বিশ্বাস করতে পারছিলেন না নিজের চোখকে। সামাজিকমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, ‘বিশ্বাসই করতে পারছি না, অরিজিৎ সিং! এখন আমি কাঁদব।’
ফেসবুকের ‘দ্য অরিজিটিয়ান্স’ গ্রুপে নূরের গান শেয়ার করে ভক্তরা লিখছেন, ‘সংগীত ভাষার গণ্ডিতে আটকে থাকে না, সে অনুভূতির কথা বলে।’
অ্যাঞ্জেল নূর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ক্যাম্পাসে রীতিমতো তিনি তারকা। বন্ধুদের সঙ্গে তাঁর গাওয়া গান অনেক আগেই হয়েছে ভাইরাল। এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ প্রশংসা পাচ্ছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।