বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং আবারও এক সাফল্যের দরজায় পা দিয়েছেন। বিশ্বজুড়ে তার খ্যাতি বিস্ময়কর হয়ে উঠেছে। বিশ্বের নামজাদা সব শিল্পী ও ব্যান্ড- টেইলর সুইফট, এড শিরান, বিলি আইলিশ, দ্য উইকএন্ড এবং কোরিয়ান ব্যান্ড বিটিএসকেও টপকে গেলেন ভারতীয় এই গায়ক।
অরিজিতের গানের যাদুতে মোহিত সারাবিশ্বই। আর এই নিয়ে তৃতীয় এই অর্জন গায়কের। ২০২৪ সালে অরিজিতের স্পটিফাই ফলোয়ার সংখ্যা ছিল ১১৮ মিলিয়ন, আর ২০২৫-এর জুলাইয়ের শুরুতে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ মিলিয়নে।
অন্যদিকে, টেলর সুইফটের ফলোয়ার ১৩৯ মিলিয়ন, এড শিরান ১২১ মিলিয়ন, বিলি আইলিশ ১১৪ মিলিয়ন এবং দ্য উইকএন্ড ১০৭.২ মিলিয়ন ফলোয়ারে দাঁড়িয়ে। বিটিএসের ফলোয়ার সংখ্যা ৮০ মিলিয়নেই সীমাবদ্ধ।
শুধু অরিজিত নয়, স্পটিফাইয়ের টপ টোয়েন্টি লিস্টে স্থান পেয়েছেন ভারতের সংগীতশিল্পী এআর রহমান। তার গান ও সুরের অনুরাগী ভক্তের সংখ্যা ৪৯ মিলিয়ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।