বিনোদন ডেস্ক : অরিজিৎ সিং মানেই সুরের মূর্ছনা। শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে দেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। সেই অরিজিৎ এবার মঞ্চে ঘটিয়ে বসলেন এক কাণ্ড। কনসার্টের মাঝেই গান থামিয়ে শ্রোতার দিকে ছুড়ে মারলেন মাইক। সোশাল মিডিয়া মারফতই প্রকাশ্যে এসেছে ভিডিও।

কিন্তু এমন কাজ কেন করলেন অরিজিৎ? না, রেগেমেগে এই কাজ মোটেও করেননি শিল্পী। বরং শ্রোতার সঙ্গে কানেক্ট করতে চেয়েছেন তিনি। তাঁকেও নিজের সঙ্গে গাওয়ার সুযোগ করে দিয়েছেন। অরিজিতের হাত থেকে মাইক পেয়ে তাঁর উৎসাহেই গাইতে শুরু করেন শ্রোতা। বাকিরাও তাঁর সঙ্গে কণ্ঠ মেলান।

শোনা গিয়েছে, ভিডিওটি অরিজিতের গুয়াহাটি কনসার্টের। টলিউড-বলিউডের প্লে-ব্যাকের পাশাপাশি দেশ-বিদেশে কনসার্ট করে বেড়ান অরিজিৎ। তাঁর সুরের টানেই কনসার্টে ভিড় করেন হাজার হাজার মানুষ। নিজের মতো করে অনুরাগীদের মনোরঞ্জন করেন অরিজিৎ। হাতে গিটার নিয়ে একের পর এক গান গাইতে থাকেন।

আবার গানের মাঝেই এমন নানা কাণ্ড অরিজিৎ ঘটিয়ে থাকেন। কখনও অনুরাগীদের আনা উপহার চেয়ে নেন। তা আবার মঞ্চে তুলে ধরে সকলকে দেখান। কখনও গান বন্ধ করে অনুরাগীর ছুড়ে দেওয়া কাগজ বা টি-শার্টে অটোগ্রাফ দিয়ে দেন। গুয়াহাটি কনসার্টেই এক মহিলা শ্রোতা অসুস্থ বোধ করেন। গান থামিয়ে তিনি ঠিক আছেন কিনা জানতে চান অরিজিৎ।
https://twitter.com/NANDANPRATIM/status/1736259573139624349?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1736259573139624349%7Ctwgr%5Ebcc0519ee5a9e7dad2dbc0ce14a262503e11cb66%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Farijit-singh-did-this-at-his-concert%2F
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



