অর্জুনের বহু দিনের গোপন ইচ্ছা মেটালেন মালাইকা

অর্জুন

বিনোদন ডেস্ক : প্রেমিকার সঙ্গে ফুটবল ম্যাচ দেখবেন— স্বপ্ন ছিল অর্জুনের। সেই সাধ মিটল অবশেষে। মালাইকার সঙ্গে প্রিয় ফুটবল দলের ম্যাচ জেতার আনন্দ ভাগ করে নিলেন নায়ক।

অর্জুন

প্রেমিকাকে নিয়ে ফুটবল ম্যাচ দেখতে যাবেন, বহু দিনের ইচ্ছে ছিল অর্জুন কপূরের। সেই শখ মিটল বৃহস্পতিবার। ৬ অক্টোবর চেলসির খেলা দেখতে গ্যালারিতে পাশাপাশি মালাইকা অরোরা আর অর্জুন। প্রেমঘন মুহূর্ত ভাগ করে নিলেন নায়ক। একগুচ্ছ ছবি ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়।

খেলার ভিডিয়োও করেছেন অর্জুন গ্যালারিতে বসে। ফুটবল ম্যাচ দেখছেন, আবার মুখে রোদ পড়ে ঝলমলে প্রেমিকার দিকেও ফিরে ফিরে চেয়েছেন। চুম্বন এঁকে দিয়েছেন মালাইকার মাথায়। সে ছবিও ক্যামেরায় ধরা দিল। একসঙ্গে নিজস্বী তুলেছেন জুটিতে। শেষ ছবিতে উচ্ছ্বসিত অর্জুন, হাতে ধরা টিকিট।

এবার মিশরে ‘দিন : দ্য ডে’

ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে অর্জুন লিখেছেন, ‘বহু দিনের শখ পূরণ হল। চেলসি এফসি-র সকলকে ধন্যবাদ, ওঁকে নিয়ে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা ৩-০ গোলে জিতেছি। সেই আনন্দে লাফানোর সময় পাশে কাউকে পেয়েছি, এ-ই পরম সৌভাগ্য’! এর পর অর্জুনের ইঙ্গিত, ‘পাশে কে আছে দেখার জন্য পর পর ছবি দেখুন’। আর অবশ্যই, পাশে ছিলেন প্রেমিকা মালাইকা। সব ছবিতেই তাই অর্জুনের মুখের হাসিতে হাজার ভোল্টের আলো।