বিনোদন ডেস্ক : নিজেদের সম্পর্ক নিয়ে শুরু থেকেই ভীষণভাবে মিডিয়ার পাতায় চর্চিত অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। অভিনেতা মালাইকা আরোরার থেকে দশবছরের ছোট হওয়ায়, প্রতিমুহূর্তে সেই নিয়ে কটাক্ষের শিকার হতে হয় তাদের। তবে সেইসমস্ত কটাক্ষজনক মন্তব্যকে একেবারেই পাত্তা দিতে নারাজ এই চর্চিত তারকা জুটি।
২০১৯ থেকে একে অপরের সম্পর্ককে প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছিলেন তারা। তারপর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একসাথে দেখা মেলে তাদের। থেকে থেকে নিজেদের মধ্যে একান্তে সময় কাটানোর জন্যই উড়ে যান বিদেশে। আর সেই ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তবে সম্প্রতি নিজেদের সম্পর্ক নিয়ে নয় একটি ভিডিওর সূত্র ধরেই চর্চায় তারা।
জনপ্রিয় চিত্রগ্রাহক মানব মাঙ্গলানীর সোশ্যাল মিডিয়ার পাতাতেই দেখা মিলেছে সেই ভিডিওর। বলিউডের হিট গান ‘ছাঁইয়া ছাঁইয়া’র তালে মালাইকা অরোরার সাথে তুমুল নাচতে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে। কালো শেরওয়ানিতে ছিলেন অভিনেতা।
পাশাপাশি একটি আইভরি লেহেঙ্গার দেখা মিলেছে মালাইকার। উল্লেখ্য, খুব শীঘ্রই ডিজাইনার কুণাল রাওয়াল গাঁটছড়া বাঁধতে চলেছেন অর্পিতা মেহতার সাথে। তাদেরই প্রাক বিবাহের অনুষ্ঠানে এই গানের তালে নাচতে দেখা গিয়েছে তাদের। ২৮’শে আগস্ট সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অর্পিতা ও কুণাল।
অর্পিতা ও কুণালের প্রাক বিবাহের অনুষ্ঠানে শুধুমাত্র অর্জুন কাপুর কিংবা মালাইকা আরোরাই উপস্থিত ছিলেন না, তাদের পাশাপাশি এদিন দেখা মিলেছে কারাণ জোহার, স্বস্ত্রীক বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, অনিল কাপুর, মোহিপ কাপুর, সানায়া কাপুর, সঞ্জয় কাপুর, রাকুল প্রীত সিং, রিয়া কাপুর, আদিত্য রায় কাপুর, জ্যাকি ভাগনানির মতো নামিদামি তারকাদের।
কয়েকদিন আগেই পিঙ্কভিলার তরফ থেকে অর্জুন কাপুরের একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানেই মালাইকা অরোরার সাথে তার সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সেই প্রসঙ্গে বলেন, তাদের সম্পর্কটা কিছুটা হলেও ভিন্ন ধরনের।
অভিনেতার কথায়, জীবনে এমন মানুষের কাছাকাছি থাকা উচিৎ যার কাছে থাকলে ভালো লাগা তৈরি হয়। কথা বলার স্বাধীনতা থাকে। তিনি এও বলেন, মালাইকা আরোরা অনেকের কাছেই অনুপ্রেরণা। অভিনেত্রীকে দেখে তিনি নিজেও বহু ক্ষেত্রে অনুপ্রাণিত হয়ে থাকেন। তিনি বহু ক্ষেত্রে সঠিকভাবে তাকে প্রভাবিত করে থাকে, একথা তিনি নিজেই জানিয়েছেন পিঙ্কভিলাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।