সৎ ভাই অর্জুনকে প্রথমবার রাখি পরানো নিয়ে যা বললেন জাহ্নবী

সৎ ভাই অর্জুন

বিনোদন ডেস্ক : বলিউডের অন্দরের খবর যাঁরা রাখেন, তাঁরা অনেকেই জানেন অর্জুন কাপুর আর জাহ্নবী কাপুরের সম্পর্কের ওঠানামা। সৎ ভাই-বোন হওয়ায় ছোট থেকে সেভাবে সম্পর্ক ছিল না একে-অপরের সঙ্গে। মা মোনা কাপুরকে ছেড়ে বাবা বনি যখন বিয়ে করেন শ্রীদেবীকে সেটা মন থেকে মেনে নিতে পারেননি অর্জুন।

সৎ ভাই অর্জুন

নিজের মুখেই সেকথা বারবার বলেছেন। এমনকী, মোনার মৃত্যুর পরেও বনি ও তাঁর দুই মেয়ের সঙ্গে দূরত্ব একটা রয়েই গিয়েছিল। এই অর্জুনই এগিয়ে আসেন যখন আকষ্মিকভাবে মারা যায় শ্রীদেবী। অর্জুন পাশে দাঁড়ান বনির। শ্রীদেবীর পরলৌকিক কাজে অংশ নেন। জাহ্নবী আর খুশিকে সামলান অংশুলা (অর্জুন কাপুরের নিজের বোন)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সৎ দাদা অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন জাহ্নবী। প্রথমবার অভিনেতা ভাইকে রাখি পরানোর মুহূর্তটাও শেয়ার করে নেন, কারণ সেটা খুব ‘স্পেশ্যাল’। আরও পড়ুন: ‘মেয়েরা সেক্সে ইচ্ছে হারিয়ে…’, সোহেলের প্রাক্তন স্ত্রী সীমার কথা শুনে ফারহা বলল…

‘একদম আদর্শ সম্পর্ক বলে কিছু হয় না। যদি সেখানে ভরসা থাকে, বিশ্বাস থাকে, বোঝাপড়া থাকে তাহলেই সেটা অন্য মাত্রা পায়। আর এটা একেকটা মানুষের কাছে একেকরকম হয়ে থাকে। আর সেটাই আদর্শ সম্পর্কের একেবারের কাছাকাছি চলে যায়। আর এগুলো সবই আমার আছে অর্জুন ভাইয়ার সঙ্গে। মানুষটা যেরকম সেটাকেই আমি শ্রদ্ধা করি। ওর সঙ্গে আমার সম্পর্ক খুব স্পেশাল। ওকে আমার জীবনে পেয়ে আমি সত্যি খুব খুশি।’

আর রাখি প্রসঙ্গে বলতে গিয়ে ‘ধড়ক’ অভিনেত্রী বলেন, ‘প্রথমবার আমি যখন অর্জুন ভাইয়াকে রাখি পরালাম, ওটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় রক্ষাবন্ধন। জানি এটা এমন কিছু দিন আগের কথা নয়, তবে খুব স্পেশ্যাল।’ আরও পড়ুন: নেই ব্রা, ব্লাউজের হুক খুলে দিলেন ‘উইঙ্ক গার্ল’ প্রিয়া! ছবি নিয়ে উত্তেজনা

বিয়ের পিঁড়িতে বসছেন সালমান খান, জানা গেল কনের পরিচয়

বছরের শুরুর দিকে Masala.com-কে অর্জুন জাহ্নবী আর খুশি প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার হল আমি ওদের সম্মান করি ওরা আমাকে। হ্যাঁ মাঝে মাঝে ওদের পিছনে একটু লাগি, ওদেরকে ট্রোল করি। ওদেরকে নিয়ে একটু বেশিই জোকস মারি, আসলে আমি মানুষটাই এরকম ক্ষ্যাপাটে।’