বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ইন্ডিয়া’স বেস্ট ডান্সার’ বনাম ‘সুপার ডান্সার’ রিয়্যালিটি শো-এর একের পর এক প্রোমো দেখা যাচ্ছে। সম্প্রতি একটি এপিসোডে সিনেমার প্রচারে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। সে প্রোমোতে প্রতিযোগীরা বিচারকের আসন থেকে মালাইকা অরোরাকে তার হিট গানে নাচার জন্য হাত ধরে মঞ্চে নিয়ে আসেন।
অভিনেত্রীও তার কিছু জনপ্রিয় গানে জমিয়ে নাচেন। প্রতিযোগীদের সঙ্গে যখন নিজের গানে জমিয়ে নাচছেন মালাইকা, তখন অর্জুন কাপুরের দিকেই ছিল সকলের চোখ। অভিনেতা মিঠুন চক্রবর্তীও তার প্রশংসা করেছেন।
মালাইকার পারফর্ম্যান্সের পর একজন প্রতিযোগী অর্জুনকে মালাইকার নাচ সম্পর্কে কিছু বলতে বলেন। অর্জুন বলেন, ‘আমি বছরের পর বছর ধরে কথা বলা বন্ধ করে দিয়েছি। এখনও চুপ থাকতে চাই। কিন্তু আমি বলতে চাই যে, এখানে এসে আমার সব প্রিয় গান শোনার সুযোগ পেয়েছি। যেগুলো তার ক্যারিয়ারের সেরা।’
মালাইকার প্রশংসা করে অর্জুন বলেন, ‘তুমি জানো আমি এই সব গানগুলো কতটা ভালোবাসি। তোমাকে এভাবে নাচতে দেখেও খুব ভালো লাগছে।’ অর্জুনের কথা শুনে মালাইকা বলেন, ‘অনেক ধন্যবাদ।’
এরপর অর্জুন এবং মালাইকার একটি সুন্দর কথোপকথনের মুহূর্তও দেখা যায়। অর্জুন সকলের সামনেই মালাইকার সঙ্গে মজা করে নানা কথা বলতে থাকেন। মালাইকা যখন প্রতিযোগিতায় মেতে, তখন অর্জুন তাকে বললেন, ‘তার প্রতিযোগিতা আমার চেয়ে ভালো আর কে জানে?’
পাশ থেকে হর্ষ মালাইকাকে জিজ্ঞেস করেন, ‘এ বিষয়ে আপনার কিছু বলার আছে মালাইকা ম্যাডাম?’ হাসিমুখে অভিনেত্রীর উত্তর, ‘কিছু না, এগিয়ে যান।’ তারপর অর্জুন রসিকতা করে বলেন, ‘আমি সেরাদেরও কেমন মুখ বন্ধ করিয়ে দিই দেখো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।