বিনোদন ডেস্ক : ঢাকায় আসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল । প্রায় ১৪ বছর আগে একবার ঢাকায় এসেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর ফের ঢাকা সফরে আসতে যাচ্ছেন এই তারকা।
সম্প্রতি একটি ভিডিওবার্তায় ঢাকায় আসার কথা নিজেই জানিয়েছেন এ বলিউড অভিনেতা। ভিডিওতে অর্জুন রামপালকে বলতে শোনা যায়, ‘হাই ঢাকা, আমি অর্জুন রামপাল, যারা আমাকে চেনেন না; অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে- আগামী ৭ জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে।’
এ অভিনেতা আরও বলেন, ‘আমি যাদের আমন্ত্রণে আসছি, তাদের আয়োজন আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি আপনারা সবাই থাকবেন। আপনাদের সবার সঙ্গে খুব সুন্দর সময় কাটবে।’
জানা গেছে, বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত এক ফ্যাশন শোয়ে অংশ নেয়ার জন্য ঢাকায় আসবেন অভিনেতা অর্জুন রামপাল। আগামী ৭ জুন ঢাকায় পা রাখবেন তিনি। অনুষ্ঠানে শো স্টপার হিসেবে দেখা যাবে তাকে।
প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগে ২০১০ সালেও একবার ঢাকায় এসেছিলেন অর্জুন রামপাল। ওই সময় তার সঙ্গী হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী রানী মুখার্জি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel