বিনোদন ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত দুই দিক থেকেই এখন বরাবরই খবরের শিরোনামে থাকেন অর্জুন কাপুর। মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটানোর পর তিনি নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করেছেন এই বলিউড অভিনেতা। পাশাপাশি রোহিত শেঠির বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘সিংহাম এগেইন’-এ খলনায়কের চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারে নতুন গতি পেয়েছেন তিনি।
সম্প্রতি অর্জুন তার প্রথম সিনেমা ‘ইশকজাদে’-এর সহ-অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে কাজ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সেলফি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অনেক দিন পর আমার প্রিয় পার্টনার-ইন-ক্রাইমের সঙ্গে সেটে ফিরে দারুণ লাগছে।’ জানা গেছে, তারা একটি ব্র্যান্ডের শুটিংয়ে অংশ নিয়েছেন।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইশকজাদে’ ছিল অর্জুন ও পরিণীতির বলিউড অভিষেক চলচ্চিত্র। ছবিটি হাবিব ফয়সল পরিচালিত এবং যশরাজ ফিল্মস প্রযোজিত। এতে দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পরিবার চৌহান ও কুরেশির উত্তরাধিকারের টানাপড়েনের গল্প তুলে ধরা হয়।
কর্মজীবন নিয়ে কথা বলতে গিয়ে অর্জুন কাপুর বলেন, ‘আমি ‘কাল হো না হো’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলাম। এরপর ‘ইশকজাদে’ সিনেমায় অভিনয় করে ক্যারিয়ার শুরু করেছিলাম। তবে আমার আজও মনে হয়, এই সিনেমাটি যদি সফল না হতো তাহলে শিক্ষাগত যোগ্যতা না থাকার আফসোস চিরকাল আমার মধ্যে থেকেই যেত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।