আর্ক ও কেএইচএনে মুগ্ধ শ্রোতারা

KHN

বিনোদন ডেস্ক : বৈষ্টমী রকফেস্টের দ্বিতীয় কনসার্টে শ্রোতাদের মাতিয়েছেন ব্যান্ড সঙ্গীতের লেজেন্ড হাসানের আর্ক ও বাংলাদেশের রক, হার্ডরক ও থ্রাসমেটাল গানের গায়ক আলোচিত কেএইচএন।

KHN

শুক্রবার বিকালে বনানীর হোটেল শেরাটন ঢাকায় এই আসর বসে চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও সঙ্গীত প্রযোজনা সংস্থা বৈষ্টমীর আয়োজনে। ‘এই গ্রহে মানুষের গান ও তোমার জীবন’ প্রতিপাদ্য নিয়ে কনসার্ট চলে রাত অবধি।

শুরুতে মঞ্চে ওঠে গায়ক ইথার হাসানের হাইওয়ে। তাদের শ্রোতাপ্রিয় বেশ কিছু গান উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।

এরপর আলোচিত হার্ডরকার কেএইচএন পারফর্ম করেন তার রক উইং নিয়ে। মোহিনী, বৃষ্টি, হান্নান মিয়া, সাদাকালো, শিখাবাঈ, সুরঞ্জনা, সিঁড়ির নিচে, শ্রেয়া, সুখ- এসব গান শ্রোতাদের উন্মাদনা ও উচ্ছ্বাস বাড়িয়ে দেয়।

সবশেষে মঞ্চে আসেন ব্যান্ড সঙ্গীতের অন্যতম লেজেন্ড হাসান। নিজ দল আর্ককে নিয়ে যুগশ্রেষ্ঠ গানগুলো পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন তিনি।

রকফেস্টের চলমান কনসার্টের তৃতীয়টি অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই। বৈষ্টমী কর্ণধার আয়শা এরিন জানান, শোকাবহ আগস্টে কোনো কনসার্ট হবে না। সেপ্টেম্বরে থাকবে দুটি কনসার্ট। মোট আটটি কনসার্টের শেষ আসরটি বসবে ডিসেম্বরে।

আগামী বছরের শুরুতে দেশের শতাধিক নতুন ব্যান্ড নিয়ে তিন দিনের উৎসব করা হবে বলে জানান আয়শা এরিন। সেখান থেকে শ্রেষ্ঠ ১০টি ব্যান্ড বাছাই করে তাদের পাশে সার্বিকভাবে থাকবেন তারা।

সাংবাদিক ও কলাম লেখক জব্বার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে হাইওয়ে এবং আর্ক ব্যান্ড দলকে সম্মাননা স্মারক দেয় বৈষ্টমী।

বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

গত ২ মে রকফেস্ট ২০২৪ ঘোষণা করেছিল বৈষ্টমী। ২৯ মে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হয়।