বিনোদন ডেস্ক : দুই স্ত্রীর সঙ্গে ঘর করেন ‘ইউটিউবার’ আরমান মালিক। পায়েল এবং কৃতিকা। একই সঙ্গে দুজনে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় আরমানকে নিয়ে চর্চা আরো বেড়ে গেছে। এই পরিস্থিতিতে মুশকিলে পড়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। কেউ ভাবছেন, তিনি দুটি বিয়ে করেছেন। কেউ আবার তাঁকে অভিনন্দন জানিয়ে বসছেন। তা ছাড়া প্রতিদিন খবরের শিরোনামে নিজের নাম দেখে বিরক্ত শিল্পী। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কথা জানালেন নিজেই।
সম্প্রতি ইউটিউবার আরমান মালিককে নিয়ে একটি টুইট করেছিলেন সংগীতশিল্পী। বলেন, ‘ওকে (ইউটিউবার) আরমান মালিক বলাটা বন্ধ করুন আপনারা! ওর আসল নাম সন্দীপ। আরমান নয়। আমার নাম ব্যবহার করে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেছেন উনি। এখন আমার নামকে কলুষিত করছেন। যথেষ্ট হয়েছে! প্রতিদিন সকালে নিজের নাম এভাবে শিরোনামে দেখতে ভালো লাগে না।’
সংগীতশিল্পী আরো জানিয়েছেন, ইউটিউবার আরমান মালিকের নাম শিরোনামে দেখতেই তাঁর বিরক্তি লাগে। শিল্পীর কথায়, ‘যাচ্ছেতাই চলছে! বিরক্ত হয়ে যাচ্ছি। সত্যি খুব বিরক্ত হয়ে যাচ্ছি।’
এদিকে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পীর ইউটিউবারকে নিয়ে মন্তব্য করায় প্রবল শোরগোল শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা বেড়ে গেছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন সোশ্যাল মিডিয়া স্টারও। সাম্প্রতিক ভ্লগে ‘ইউটিউবার’ আরমান মালিক বলেন, ‘যেমন লোক তেমনই তো জবাব আসবে! আর কী আশা করা যায়? উনি (সংগীতশিল্পী) বলেছেন আমি ওনার নাম ব্যবহার করছি। তাই নাকি? দুইটা মানুষের এক নাম হতে পারে না? আমি তো কোনো দিন ওর ছবি ব্যবহার করিনি। ওর ছবি আমার ভিডিওর থাম্বনেলে ব্যবহার করিনি।’
তাঁর প্রশ্ন, ‘আরমান মালিক নামটির পেটেন্ট নিয়েছেন উনি (সংগীতশিল্পী)? তাহলে কেন বলছেন যে আমি ওর নাম ব্যবহার করছি? উনি নিজের টুইটে বলছেন আমাদের ঘৃণা করেন। আমরা কী করেছি যে এই কথা শুনতে হবে? আমি বা আমার স্ত্রীদের সঙ্গে আপনার কখনো আলাপ হয়নি। যদি আমাদের দেখে আপনার ঘৃণা লাগতে পারে। আমরাও আপনার সঙ্গে দেখা করতে চাই না।’
ইউটিউবার জানিয়েছেন, তিনি পরিশ্রম করেই বিনোদন জগতে এন্ট্রি নিয়েছেন। তাঁর কথায়, ‘বলিউডে আপনার অনেক গডফাদার আছে। আমার ছিল না। মেহনত করেই আয় করি। দয়া করে হিংসা করবেন না।’
এদিকে ইউটিউবার আরমানের দুই স্ত্রীও সংগীতশিল্পীকে কটাক্ষ করেছেন। পায়েল মালিক বলেন, ‘ইন্ডাস্ট্রিতে অনেক তারকার দুটি নাম আছে। ছোট থেকে আমার স্বামীরও দুটি নাম আছে। আপনার নাম নেয়নি ও।’
অপর স্ত্রী কৃতিকা মালিক বলেন, ‘আপনার ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়েছি, দেখাতে পারবেন? আমরা নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে ভিডিও বানাই। নিজেদের সম্পর্কেই কথা বলি।’
সূত্র : এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।