দিনরাত সশস্ত্র প্রহরী পাহারা দেয় একটি গাছ, পরিচর্যায় খরচ ১২ লক্ষ টাকা, কেন জানেন?

Advertisement আন্তর্জাতিক ডেস্ক : দাগী আসামীর জন্য সশস্ত্র প্রহরার ব্যবস্থা থাকে। আবার নামকরা কোনও ব্যক্তিত্বের জন্যও কড়া নিরাপত্তার আয়োজন করা হয়। অনেক সময় দামী কোনও জিনিস নিয়ে যাওয়ার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা দেখা হয়। তবে মধ্যপ্রদেশের এক জেলায় স্রেফ একটা গাছকে পাহারা দেয় চার বন্দুকধারী। এক বছরে ওই গাছের পরিচর্যা করতে প্রায় ১২ লক্ষ টাকা … Continue reading দিনরাত সশস্ত্র প্রহরী পাহারা দেয় একটি গাছ, পরিচর্যায় খরচ ১২ লক্ষ টাকা, কেন জানেন?