আম্রপালিকে দেখে নিয়ন্ত্রণ হারালেন নিরহুয়া, উদ্দাম রোমান্সের ভিডিও ভাইরাল

নিরহুয়া

বিনোদন ডেস্ক : ভোজপুরি গান ‘খাটিয়া সে খাটিয়া’র ভিডিওয় আম্রপালির সঙ্গে উষ্ণ রোম্যান্সে মত্ত হতে দেখা গিয়েছে নিরহুয়াকে। ফের শরীরী হিল্লোল তুললেন আম্রপালি এবং দীনেশ লাল যাদব। এবার তাঁদের গানের নাম ‘খাটিয়া সে খাটিয়া’।

নিরহুয়া

আর তা এখন স্বাভাবিকভাবেই নেটপাড়ায় ভাইরাল। আসলে নেটমাধ্যমের এখন আলাদাই সেনসেশনের তালিকায় রয়েছে ভোজপুরি সিনেমার বিভিন্ন ভিডিওগুলি। যেখানে নায়ক-নায়িকাদের রোম্যান্টিক ভিডিওগুলি দেখে রীতিমতো ঘাম ঝরে নেটিজেনদের।

ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি হলেন, আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া। ফের তাঁদের রোমান্স নেটপাড়ার নজর কেড়ে নিল। ভোজপুরি সিনেমার সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া এবং আম্রপালি দুবের জুটি মানেই, তাঁদের আলাদাই জনপ্রিয়তা। তাই ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবে এবং দীনেশ লাল যাদব ওরফে ‘নিরাহুয়া’-এর কেমিস্ট্রি বরাবরই আকর্ষণীয় দর্শকদের কাছে।

সম্প্রতি তাঁদের অভিনীত একটি পুরনো গান বেশ ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। এই গানেও তাঁদের রসায়ন বেশ মনে ধরেছে নেটিজেনদের। যেহেতু এই গানটি খাটিয়া কেন্দ্র করে তাই, প্রথমে আম্রপালি এবং দীনেশকে একটি খোলা জায়গার মধ্যে খাটিয়া পেতে শুতে দেখা গেল।

FULL VIDEO - Khatiya Se Khatiya | New Hot Bhojpuri SONG 2016 | | Dinesh Lal Yadav & Amrapali Dubey|

এরপরই গানটি শুরু হলেই নায়িকা একেবারে নায়কের খাটিয়ার মধ্যে গিয়ে তাঁর সঙ্গে রোমান্সে মাততে শুরু করলেন। সঙ্গে কখনো তাঁরা খাটিয়ার উপরে আবার কখনো খাটিয়ার সঙ্গে নাচতে শুরু করলেন। দুজনেরই পরনে ছিল নাইট শ্যুট। আর তা পরেই নিজেদের শরীরের বিভিন্ন হট ভঙ্গিমা প্রদর্শন করলেন তাঁরা। এছাড়াও গানের দ্বিতীয়াংশে তাঁদের পোশাক বদল করেও দারুণ নাচতে দেখা গেল। মোট কথা এই গানেও তাঁদের নাচের থেকে রোমান্স বেশি চোখে পড়ল সবার।

অবশেষে মিলল ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-র অভিনেত্রী

ভিডিওতে দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালিকে দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। সম্প্রতি এই ভিডিওটি ‛T series Hamaar Bhojpuri’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে। ভোজপুরি সিনেমার সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া এবং আম্রপালি দুবের জুটি ফের একবার ভাইরাল হলেন।