জুমবাংলা ডেস্ক : গতকাল রবিবার ভোর থেকে থেকেই সাধারণ যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মাসেতু। প্রথমবারই সেতু দিয়ে পার হতে পেরে উচ্ছ্বসিত চালক ও যাত্রীরা। তবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ। তবে প্রথম দিন থেকেই সেতুতে চলছে নিয়ম ভাঙার হিড়িক। গাড়ি থামিয়ে কেউ তুলছেন ছবি আবার কেউ সেতুতে সেতুর ওপর দাঁড়িয়ে করছেন টিকটক ভিডিও।এমনিকি পদ্মাসেতুর পদ্মা সেতুতে নাট- স্ক্রু ও খুলে নেয়ার ঘটনাও ঘটেছে। তাই এসব “অনাকাংখিত” ঘটনা এড়াতে পদ্মা সেতুতে ভ্রাম্যমাণ টহল জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
টোল প্লাজার উভয় প্রান্ত থেকে যাত্রীদের সেতুতে নামা, ছবি তোলা এবং গাড়ি পার্ক না করতে মাইকিং করছে সেনাবাহিনী। এ ছাড়া কেউ যেন হেঁটে সেতুতে উঠতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হয়। আজ সোমবার (২৭ জুন) পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং সাপোর্ট অ্যান্ড সেফটি টিমের সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল আলম।
তিনি জানান, অনেকে সেতুতে নেমে হাঁটাহাঁটি, ছবি ও ভিডিও ধারণ করেছেন। এতে সেতুতে যানজটসহ দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ ছাড়া সেতুর ওপরে ও নিচের অংশে গুরুত্বপূর্ণ ও মূল্যবান যন্ত্রপাতি রয়েছে, যা ক্ষতি হচ্ছে। এমন পরিস্থিতিতে ২৬ জুন থেকে বাংলাদেশ ব্রিজ অথরিটির (বিবিএ) অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড সেতুতে ভ্রাম্যমাণ টহল জোরদার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।