সমুদ্র তীরে ফুরফুরে মেজাজে অর্ণব-সুনিধি

অর্ণব-সুনিধি

বিনোদন ডেস্ক : শায়ান চৌধুরী অর্ণব ঘুরতে ভালোবাসেন। তাই এবার সুযোগ পেয়েই ছুটে গেলেন ভারতের জনপ্রিয় পর্যটন রাজ্য গোয়ায়। সেখানে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন স্ত্রীকে সঙ্গে নিয়ে।

অর্ণব-সুনিধি

স্ত্রী সংগীতশিল্পী সুনিধি নায়েকে নিয়ে সেখানে ছুটি কাটানোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অর্ণব।

ছবিতে একেবারে অন্য রকম এক অর্ণব-সুনিধিকে দেখা গেছে। যা দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও বেশ উচ্ছ্বসিত।

ছবিগুলোর ক্যাপশনে লেখা ‘গোয়া ফেব্রুয়ারি ২৩’।

২০২০ সালের ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে রেজিস্ট্রি করে করে বিয়ে করেন অর্ণব-সুনিধি।

সুনিধি নায়েক ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীতে স্নাতকোত্তর পড়েছে। গান গাওয়ার পাশাপাশি তিনি একজন পেশাদার এসরাজ বাদক। বাজাতে জানেন হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীত। এই গানের সূত্র ধরেই তাদের উভয়ের জানাশুনা।

জন্মদিনে কেক হাতে জলকেলিতে মগ্ন মনামী