আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ মন্ত্রিসভার আরও দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। এর ফলে প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার মন্ত্রিসভায় রদবদল ও নতুন মন্ত্রী নিয়োগ করতে বাধ্য হয়েছেন। খবর বিবিসি’র।
মঙ্গলবার ঋষি সুনাকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী রবার্ট হালফন এবং সশস্ত্র বাহিনী মন্ত্রী জেমস হেপ্পি। এছাড়া উভয়েই ঘোষণা করেছেন ২০২৫ সালে অনুষ্ঠিত পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
যদিও এই মাসের শুরুর দিকে একজন আইন প্রণেতা এবং মন্ত্রী হিসেবে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সশস্ত্র বাহিনী মন্ত্রী হেপ্পি। তিনি ২০১৫ সাল থেকে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন।
এদিকে সুনাকের কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছে, নতুন সশস্ত্র বাহিনীর মন্ত্রী হিসেবে লিও ডোচার্টি এবং লুক হল শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এছাড়াও মন্ত্রিসভায় আরও বেশকিছু রদবদল এনেছেন সুনাক।
ইউরোপের জন্য পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে নুস ঘানির নাম ঘোষণা করা হয়েছে। কেভিন হলিনরাককে ব্যবসা ও বাণিজ্য বিভাগের প্রতিমন্ত্রী পদে উন্নীত করা হয়েছে, একইসঙ্গে ডাক সংক্রান্ত বিষয়েও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও অ্যালান মাককে যৌথভাবে ব্যবসা ও বাণিজ্য বিভাগ এবং মন্ত্রিপরিষদ অফিসে সংসদীয় আন্ডার সেক্রেটারি অব স্টেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে জোনাথন গালিস এবং অ্যাঞ্জেলা রিচার্ডসন দুজনকেই ডেপুটি পার্টি চেয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।