বিনোদন ডেস্ক : একের পর এক চমক দেখিয়েছে এস এস রাজামৌলির মহাকাব্যিক চলচ্চিত্র ‘আরআরআর’। ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করে একের পর এক সম্মানজনক পুরস্কার তুলে নিয়েছে ঘরে। এবার সেই সোনালি মুকুটে আরেকটি পালক যুক্ত হলো সিনেমাটির। ‘হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ড’-এ চারটি পুরস্কার জিতেছে ‘আরআরআর’।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডে ‘আরআরআর’ চারটি পুরস্কার জিতে ভারতীয় চলচ্চিত্র হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছে। রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত অ্যাকশন সিনেমাটি সেরা অ্যাকশন ফিল্ম, সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমা, সেরা মৌলিক গান এবং সেরা স্টান্টের পুরস্কার লুফে নিয়েছে। পরিচালক এস এস রাজামৌলি অনুষ্ঠানে স্টান্ট ডিরেক্টরদের স্বীকৃতি দেওয়ার বিষয়ে একটি বক্তৃতাও দিয়েছেন।
এদিকে টম ক্রুজের দুর্দান্ত অ্যাকশনধর্মী ও বছরের সবচেয়ে সফল চলচ্চিত্র ‘টপ গান : ম্যাভেরিক’কে পেছনে ফেলে সেরা অ্যাকশন ফিল্ম পুরস্কার নিজের করে নিয়েছে ‘আরআরআর’। ‘সেরা অ্যাকশন ফিল্ম’ জয়ের পর নিজের বক্তৃতায় এস এস রাজামৌলি বলেন, ‘আমি মনে করি আমার ব্যাকস্টেজে গিয়ে নিজেকে চেক করা দরকার। আমার ইতিমধ্যে ডানা গজাতে শুরু করছে। আপনাদের ধন্যবাদ! এর অর্থ কতটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’
বক্তৃতায় সেরা স্টান্ট পুরস্কার পেয়ে স্টান্টম্যানদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন রাজামৌলি। তার মতে, অ্যাকশন সিনেমার প্রাণ হচ্ছে স্টান্টম্যানরা। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই অ্যাকশন দৃশ্য পরিপূর্ণভাবে ফুটে ওঠে দর্শকদের কাছে। একজন স্টান্ট ম্যান ও স্টান্ট কোরিওগ্রাফার একটি অ্যাকশন সিনেমার মূল কারিগর। এরপর নিজের পুরস্কারটি সারা বিশ্বের সকল স্টান্ট কোরিওগ্রাফারকে উৎসর্গ করেন রাজামৌলি।
সেরা আন্তর্জাতিক ফিচার পুরস্কার জেতার পর, রাজামৌলি অভিনেতা রামচরণকে তাঁর সঙ্গে মঞ্চে নিয়ে আসেন। রামচরণ ভালো চলচ্চিত্র নির্মাণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং রাজামৌলি তার পুরস্কার ভারতের সমস্ত সহকর্মী ও চলচ্চিত্র নির্মাতাকে উৎসর্গ করেন।
টিম ‘আরআরআর’ বর্তমানে লস অ্যাঞ্জেলেসে রয়েছে এবং ১২ মার্চ অস্কারে অংশ নেবে। সিনেমাটির ‘নাটু নাটু’ গানটি অস্কারের জন্য অরিজিনাল গান বিভাগে মনোনীত হয়েছে। এ বছরের জানুয়ারিতে ‘নাটু নাটু’ সেরা মৌলিক গান বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।