আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে প্রমোদ ভ্রমণে নতুন মিশন ঘোষণা করেছে ক্রুজ সৌদি। মধ্যপ্রাচ্যের একাধিক গন্তব্য সামনে রেখে সংস্থাটি শিগগিরই চালু করতে যাচ্ছে নতুন প্রমোদ তরী আরোয়া ক্রুজেস।
নিজেদের ‘গর্বিত’ উল্লেখ করে এক বিবৃতিতে ক্রুজ সৌদি বলেছে, ‘প্রথম অ্যারাবিয়ান ক্রুজ লাইন হিসেবে আরোয়া ক্রুজেস সমুদ্রে ও ভূমিতে অতিথিদের খাঁটি আরবীয় অভিজ্ঞতা দেবে। আরোয়া তার অনন্য ডিজাইনের জন্য স্বতন্ত্র।
এটি আরব ভূমির উদারতা ও সৌদি আরবের আতিথেয়তাকে প্রতিফলিত করে এমন আরাম-আয়েস ও বিলাসিতার ব্যতিক্রমী অভিজ্ঞতা দেবে।’ ৩৩৫ মিটার দৈর্ঘ্যের আরোয়াকে ‘ভাসমান রিসোর্ট’ বলে অভিহিত করছে ক্রুজ সৌদি। এতে ১ হাজার ৬৭৮টি কেবিন রয়েছে। সমুদ্র দেখার জন্য এর বারান্দা হবে এসব কেবিনের আকর্ষণ। থাকবে বিলাসবহুল স্যুট ও ভিলা। ৩ হাজার ৩৬২ জন যাত্রীকে পরিষেবা দেয়ার উপযোগী করে সাজানো হচ্ছে জাহাজটি। এর ১৮টি ডেকে ২০টি বিনোদন ভেন্যু রয়েছে। কেনাকাটার জন্য দোকানের পাশাপাশি থাকছে ১ হাজার ১৮ সিটের থিয়েটার। প্রমোদ তরীতে আরো থাকছে বিশেষায়িত ভিআইপি সুযোগ-সুবিধা।
এর আওতায় থাকছে প্রিমিয়াম স্যুট, আউটডোর লাউঞ্জ ও ব্যতিক্রমী ডিনারসহ বিভিন্ন ধরনের আয়োজন। জাহাজটি লোহিত সাগর থেকে নোঙর তুলবে আগামী ডিসেম্বরে। প্রথম সফরে যাত্রীরা ব্যক্তি মালিকাধীন দ্বীপে ভ্রমণসহ ঘুরে আসবেন মিসর ও জর্ডানের উপকূল। খবর ও ছবি অ্যারাবিয়ান বিজনেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।