বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী এবং পরিচালক অপর্ণা সেনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের বোলপুর সুরুল এলাকার দুই বাসিন্দা অসিত বরণ ও দেবদুলাল সরকার।
প্রতিবেশীদের জমি দখল করে বাড়ি বানিয়েছেন অপর্ণা সেন। এমনটাই অভিযোগ তাদের। বোলপুরে সুরুল এলাকায় অপর্ণার যে বাড়িটি রয়েছে সেটির কিছু অংশ দখল করা জমি। দুই প্রতিবেশীর দুই শতক জমি দখল করে বাড়ি নির্মাণ করেছেন অপর্ণা।
এরই জেরে বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে এক লিখিত অভিযোগ করেছেন অসিত বরণ ও দেবদুলাল সরকার নামে দুই প্রতিবেশী। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের পক্ষে একটি নোটিশে দুই প্রতিবেশী জানতে পারেন, ওই জমি নিজের নামে মিউটেশন করানোর চেষ্টা করছেন অপর্ণা।
এরপর থেকেই তারা জমির আইনি কাগজপত্র নিয়ে দ্বারস্থ হয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দফতরে। মামলার শুনানি হয় বোলপুর ভূমি রাজস্ব দফতরে। সেখানে হাজির হয়েছিলেন অপর্ণার প্রতিনিধিরাও।
ভূমি রাজস্ব দফতরের কর্মকর্তা সঞ্জয় রায় জানান, তাদের কাছে জমি রেকর্ডের জন্য আবেদন করেছিলেন অপর্ণা। তার পরে মালিকদের নোটিশ পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে সবকিছু। সেই পরিপ্রেক্ষিতে নেয়া হবে সিদ্ধান্ত।
জমি দখলের এ অভিযোগে অপর্ণা সংবাদমাধ্যমকে জানান, তার প্রয়াত বাবা চিদানন্দ দাশগুপ্ত দীর্ঘদিন ধরে সেই জমিতে বসবাস করছেন। তাই এই অভিযোগ ভিত্তিহীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।